• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
শ্রীপুরে ভিয়েলাটেক্স গ্রুপের তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুপুর থেকে কাজ করছে ফায়ার সার্ভিস

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

শ্রীপুরে ভিয়েলাটেক্স গ্রুপের তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুপুর থেকে কাজ করছে ফায়ার সার্ভিস

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ মে ২০২০

গাজীপুরের শ্রীপুরের একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার দুপুরে তেলিহাটি ইউনিয়নের মুলাই এলাকায় ভিয়েলাটেক্স গ্ৰুপের ভিয়েলাটেক্স স্পিনিং কারখানায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট। রাত সাড়ে নয়টা পর্যন্ত আগুন নিযন্ত্রণে আসেনি। দুপুরেই খবর পেয়ে শ্রীপুর, টঙ্গী, ভালুকা ফায়ার সার্ভিসের ৮ ইউনিট আগুন নেভানোর কাজে লাগে। কোত্থেকে আগুনের সুত্রপাত তা এখনো নির্ণয় করা যায়নি।

জানা যায়, দুপুর দেড়টার দিকে কারখানার একটি টিনশেড তুলার গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে দায়িত্বরত সিকিউরিটি গার্ডরা। পরে কাছে গিয়ে আগুনের বিষয়টি দেখতে পেয়ে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একই সাথে ফায়ার সার্ভিসকে খবর জানানো হয়। কিন্তু ক্রমেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। রাত নয়টার দিকেও ফায়ার সার্ভিসের ৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে। এ সময় ৪/৫ জন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হয়েছে।

কারখানার একাধিক শ্রমিক জানিয়েছেন, টিনশেড ঘরটিতে প্রচুর তুলা সংরক্ষিত ছিল। সেখানেই আগুনের সূত্রপাত। তুলার মধ্যে আগুন লাগলে তা নিয়ন্ত্রণ বেশ কঠিন। দীর্ঘ সময় ধরে তুলায় লাগা আগুন জ্বলতে থাকে। তারা জানান, এর আগে গত বছর একই গুদামে আগুন লেগেছিল।

এবিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পরে বিস্ততারিত তথ্য জানাবেন বলে জানিয়েছেন। তবে তিনি জানান ৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। কাজ করছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads