• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
সিরাজগঞ্জে যমুনায় নৌকাডুবিতে শিশুসহ নিহত ৩, নিখোঁজ ৩০

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

সিরাজগঞ্জে যমুনায় নৌকাডুবিতে শিশুসহ নিহত ৩, নিখোঁজ ৩০

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ মে ২০২০

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে অর্ধশতাধিক যাত্রী বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে শিশু- বৃদ্ধসহ ৩ জনের মৃত্যু হয়েছে।  ঘটনায় আরও প্রায় ৩০ জন যাত্রী নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে যমুনা নদীর স্থলচর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের ধান কাটা শ্রমিক পাষান আলী (৬৫) এবং টাঙ্গাইল নাগরপুরের ওয়েল্ডিং মিস্ত্রি শেখ কামাল হোসেন (৪০)। নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এনায়েতপুর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায়  ডুবে যায়। এতে  এক শিশু - বৃদ্ধসহ ৩ জন মারা যায়। এখনো প্রায় ৩০জন নিখোঁজ রয়েছে। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads