• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
মুন্সীগঞ্জে মাইক্রোবাস উল্টে নিহত ৩ 

ছবি: বাংলাদেশের খবর

দুর্ঘটনা

মুন্সীগঞ্জে মাইক্রোবাস উল্টে নিহত ৩ 

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ মে ২০২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় বুধবার সকালে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন।

জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া পাখি পয়েন্ট মোড়ে মেঘনা-গোমতী সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- গাইবান্ধার আব্দুল জব্বারের ছেলে মো. কাফি (৩৫), আব্দুল কুদ্দুসের ছেলে আলম বাদশা (২৫) ও ইদু মিয়ার ছেলে ইমরান (২২)। আহতদের মধ্যে ৪ জনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকী ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতরা সবাই কক্সবাজারের মহেশখালী তাপবিদ্যুত কেন্দ্রের শ্রমিক।

উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার জানান, সকালে কক্সবাজার থেকে মাইক্রোবাসে ১১ জন শ্রমিক ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে গজারিয়া উপজেলার পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোটি মহাসড়কের উপর উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ সময় স্থানীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads