• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সখীপুরে গাছের নি‌চে চাপায় শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

দুর্ঘটনা

সখীপুরে গাছের নি‌চে চাপায় শ্রমিকের মৃত্যু

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুন ২০২০

টাঙ্গাইলের সখীপুরে গা‌ছের নি‌চে চাপা প‌ড়ে লাল মিয়া (৪৫) না‌মের এক শ্র‌মিকের মর্মা‌ন্তিক মৃত্যু হ‌য়ে‌ছে। গতকাল শনিবার বিকেলে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাল মিয়া ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আনুহাদী গ্রামের রাজা মামুদের ছেলে।

ৱস্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ‌নিবার কাঠ ব্যবসায়ী হাফিজ উদ্দিন গাছ কাটার জন্যে লাল মিয়াসহ চারজন শ্রমিককে পৌরসভার ৮নম্বর ওয়া‌র্ডে পাঠায়। এসময় বড় একটি আকাশমণি গাছ কাটার সময় গাছের ওপর রশি বেঁধে টান দেওয়া হয়। লাল মিয়া রশি টান দিয়ে দৌড় দিলে গাছটি তাঁর মাথার ওপর পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা লাল মিয়াকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এ ব্যাপা‌রে শ‌নিবার সন্ধ্যায় নিহত লাল মিয়ার ছেলে সাজ্জাত হোসেন বাদী হয়ে সখীপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদ হোসেন বলেন, হাসপাতালে নি‌য়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়ে‌ছে।

সখীপুর থানার উপ-প‌রিদর্শক (সে‌কেন্ড অ‌ফিসার)  বদিউজ্জামান বলেন, নিহত লাল মিয়ার পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads