• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৯

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৯

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ জুন ২০২০

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শ্যামবাজার এলাকায় লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ২৯ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ডের সদস্যরা।

সোমবার সকাল ৯টা ৩৩ মিনিটের দিকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে এম ভি গ্রিন ভাট নামে একটি দেড়তলা টেডি লঞ্চঘাটে ভেড়ার সময় আরেকটি নৌযানের ধাক্কায় ডুবে যায়।

উদ্ধার করা লাশের মধ্যে ১৮ জন পুরুষ, ৮ জন নারী এবং ৩ শিশুর।

লঞ্চটিতে আনুমানিক ৫০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ডুবুরিদের একটি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

এর আগে, দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, উদ্ধার অভিযানের সময় ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অনেকেই সাঁতার কেটে বুড়িগঙ্গা নদীর পাড়ে উঠতে সক্ষম হয়েছে। উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে।

বিআইডব্লুউটিএর যুগ্ম পরিচারক একেএম আরিফ উদ্দিন জানান, ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করার জন্য উদ্ধারকারী জাহাজ হামজা নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

তিনি আরও জানান, বেশিরভাগ যাত্রী উপরে উঠতে সক্ষম হয়েছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads