• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার!

ফাইল ছবি

দুর্ঘটনা

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার!

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ জুন ২০২০

বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চ থেকে প্রায় ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার করার দাবি করেছে ফায়ার সার্ভিস। 

সোমবার রাত ১১টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেলের পর থেকে আমরা লঞ্চটি পানির ওপরে তোলার চেষ্টা করছিলাম। কার্যক্রমের ধারাবাহিকতায় রাত সাড়ে দশটার দিকে লঞ্চটি যখন একটু ওপরের দিকে তুলতে সক্ষম হই, তখনই ভেতর থেকে ওই ব‌্যক্তি ভেসে আসেন।  তিনি সুস্থ আছেন।  তাকে স্যার সলিমুল্লাহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  ওই ব‌্যক্তির পরনে শার্ট ও প্যান্ট রয়েছে।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে ময়ূর-২ নামে যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে লঞ্চটি ডুবে যায়।  লঞ্চটির কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও মারা গেছেন ৩২ জন।  এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads