• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ময়ূর লঞ্চের মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

দুর্ঘটনা

ময়ূর লঞ্চের মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ জুন ২০২০

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে ৩২ জন নিহতের ঘটনায় ময়ূর লঞ্চের মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নৌ-পুলিশের এসআই শামছুল আলম দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় সোমবার দিবাগত রাতে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার, শাকিল হোসেন, হৃদয় ও সুকানি নাসির মৃধার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

শ্যামবাজারসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে গতকাল সোমবার সকাল সোয়া ৯টার দিকে লঞ্চ ডুবির ঘটনা ঘটে।  এ ঘটনায় রাত সাড়ে ৯টা পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে রাত সোয়া ১০টার দিকে প্রায় ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads