• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: আরো একজনের লাশ উদ্ধার

ফাইল ছবি

দুর্ঘটনা

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: আরো একজনের লাশ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ জুন ২০২০

রাজধানীর শ্যামবাজার এলাকার বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে  মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার ১২টা ৪৫ মিনিটে উদ্ধার অভিযানে  আরো একটি মৃতদেহের সন্ধান পাওয়া যায়। মৃতদেহটি একজন পুরুষের। তাঁর পরিচয় এখনো শনাক্ত হয়নি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় মৃতদেহের সন্ধান শুরু করে ডুবুরি দল

গতকাল সোমবার সকালে ‘এমভি ময়ূর-২’ লঞ্চের ধাক্কায় মুহূর্তে ডুবে যায় যাত্রীবাহী ছোট লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’। উদ্ধার করা হয় ৩২ লাশ।

এছাড়া লঞ্চটি ডুবে যাওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর সোমবার রাত সাড়ে ১০টার দিকে একজনকে জীবিত উদ্ধার করা হয়।

এখন পর্যন্ত ৩০ জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সত্যরঞ্জন বনিক (৬৫), মিজানুর রহমান (৩২), শহিদুল (৬১), সুফিয়া বেগম (৫০), মনিরুজ্জামান (৪২), সুবর্ণা আক্তার (২৮), মুক্তা (১২), গোলাম হোসেন ভুইয়া (৫০), আফজাল শেখ (৪৮), বিউটি (৩৮), ছানা (৩৫), আমির হোসেন (৫৫), মো. মহিম (১৭), শাহাদাৎ (৪৪), শামীম ব্যাপারী (৪৭), মিল্লাত (৩৫), আবু তাহের (৫৮), দিদার হোসেন (৪৫), হাফেজা খাতুন (৩৮), সুমন তালুকদার (৩৫), আয়শা বেগম (৩৫), হাসিনা রহমান (৪০), আলম বেপারী (৩৮), মোসা. মারুফা (২৮), শহিদুল হোসেন (৪০), তালহা (২), ইসমাইল শরীফ (৩৫), সাইফুল ইলাম (৪২), তামিম ও সুমনা আক্তার। বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি।

এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। এছাড়া, মৃত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা ও তাৎক্ষণিক ভাবে দাফন করা জন্য ১০ হাজার টাকা দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। এদিকে মঙ্গলবার ভোর রাতে সাত জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads