• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বীরগঞ্জে বাসচাপায় মা-ছেলে-মেয়েসহ নিহত ৬

ছবি: বাংলাদেশের খবর

দুর্ঘটনা

বীরগঞ্জে বাসচাপায় মা-ছেলে-মেয়েসহ নিহত ৬

  • প্রকাশিত ০৬ জুলাই ২০২০

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাসচাপায় মা-ছেলে-মেয়েসহ ৬জন নিহত হয়েছে। এতে  আহত হয়েছে আরও ১২জন।

সোমবার দুপুর ২টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী নাসরীন ওরফে নসিমন (৪২), মেয়ে রূপা (৮), কাহারোল উপজেলার দেবীপুর গ্রামের আবুল হোসেন (৬০) তার স্ত্রী আসমা খাতুন (৫০) কন্যা লামিয়া (৫) ও বীরগঞ্জ হাসপাতালে অজ্ঞাত ভ্যান চালক।

এ ঘটনায় বিআরটিসি বাস খাদে পড়লে চালকসহ ১২ জন যাত্রী আহত হয়।

হাইওয়ে পুলিশের ওসি শামসুল নুর জানান, দুপুরে বিআরটিসি (ঢাকা মেট্রো- ব ১১২১৫৩) রংপুর যাচ্ছিল এবং বীরগঞ্জ ভাবকী গ্রাম থেকে চার্জার ভ্যানযোগে উপজেলা মোহাম্মদপুর রনপাড়া গ্রামে অসুস্থ বাবা বাঘা ইসলামকে দেখতে যাওয়ার পথে ২৫ মাইল নামকস্থানে ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয় জনতা দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মোঃ ওয়ারেস,বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান ঘটনাস্থল গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads