• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ডিঙ্গি নৌকায় বাজারে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

দুর্ঘটনা

ডিঙ্গি নৌকায় বাজারে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জুলাই ২০২০

নেত্রকোনার কলমাকান্দায় নিজের ডিঙ্গি নৌকা বেয়ে বাজারে আসারে পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে । রোববার সন্ধ্যার আগে উপজেলার পোগলা ইউনিয়নের জীবনপুর হতে শুনই বাজারের মাঝামাঝি একটি জলাশয়ে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে মৃত আক্কেল আলী (৪০) উপজেলার জীবনপুর গ্রামের মৃত কালাচাঁন মিয়ার ছেলে এবং পেশায় একজন কৃষক।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার আগে আক্কেল আলী সুনই বাজারে উদ্দেশ্যে বাড়ি থেকে নিজের বাড়ি জীবনপুর হতে ডিঙ্গি নৌকা নিয়ে বের হন। জীবনপুর হতে সুনাই বাজারের মাঝামাঝি স্থানের একটি জলাশয়ে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় নৌকার ভিজা লগি অসাবধানতাবশত পল্লী বিদ্যুৎের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পরে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আক্কেল আলীকে মৃত ঘোষনা করেন।

নিহতের এলাকার স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল আহমেদ প্রতিবেদককে কে  বিদ্যূৎস্পৃষ্টে আক্কেল আলীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads