• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

দুর্ঘটনা

নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০২০

নোয়াখালীর সেনবাগের নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সজিব (১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহষ্পতিবার দুপুরে উপজেলার ছাতারপাইয়া ইউপির চিলাদী পূর্ব পাড়া দুলা মিয়া সর্দার বাড়ীতে এ ঘটনা ঘটে।

সজিব পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামে। সে ওই গ্রামের মোরশেদ বিএসসি'র বাড়ির নুর হোসেনের ছেলে। সজিব স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহষ্পতিবার সকালে ছাতারপাইয়া  ইউপির চিলাদী পূর্ব পাড়া দুলা মিয়া সর্দার বাড়ীর শাহজাহান ছাদুর মেয়ে সীমা তার ছেলে সজিবকে নিয়ে ঈদে বেড়াতে বাবার বাড়িতে আসে। সকালে সজিব খেলতে বের হয়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সজিব বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। এরপর দুপুরে ওই বাড়ির সামনে পুকুরে দুলা মিয়া সর্দার বাড়ি জামে মসজিদের ঈমাম আবদুস ছালাম প্রকাশ মাহফুজ গোসলে নেমে সজিবকে দেখতে পায়।সঙ্গে সঙ্গে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে সোনাইমুড়ী গ্রীন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনার পর নিহতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads