• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পর্বতারোহী রত্না প্রাইভেট কার চাপায় নিহত

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

পর্বতারোহী রত্না প্রাইভেট কার চাপায় নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ আগস্ট ২০২০

দেশের নারী পর্বতারোহী রেশমা রত্না সকালে সাইকেল চালানোর সময় প্রাইভেটকার চাপায় নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যানের পাশে এ দুর্ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছি। তার পরিবারও এখানে এসেছে।  শুনেছি একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়েছে।  এরপর পথচারীরা তাকে উদ্ধার করে এই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

রেশমা রত্না পেশাগত জীবনে তিনি স্কুল শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি পর্বতারোহণসহ বিভিন্ন এডভেঞ্চার কার্যক্রমে যুক্ত ছিলেন। গত বছর নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে উচ্চতর পর্বতারোহণ কোর্স সম্পন্ন করেন এবং তার কিছুদিন পরই লাদাখে দুটো ছয় হাজারি মিটার পর্বত আরোহণ করেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads