• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ জনের

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ জনের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে আজ নৈশকোচ চাপায় ১২ জন হতাহত হয়েছে। এদের মধ্যে ৬ জন নিহত এবং ৬ জন আহত।

আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিনো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেসের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাখিভ্যান, আলমসাধু (শ্যালো ইঞ্জিন চালিত যান) ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জন মারা যায়। এ ঘটনায় আহত হয় ৯ জন। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও ৩ জন মারা যায়।

নিহতরা হচ্ছে- সদর উপজেলার তিতুদহের তাহাজ্জত হোসেনের ছেলে সোহাগ আলী (২৫), একই গ্রামের রহিম মল্লিকের ছেলে শরিফ উদ্দিন (৩০), পিত্তর আলীর ছেলে রাজু আহমেদ (৪৫), হায়দার আলীর ছেলে কালু (৪০) খাড়াগোদার মাহাতাব উদ্দিনের ছেলে মিলন হোসেন (৪০) ও নিতায়ের ছেলে ষষ্ঠী (৪২)।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আব্দুস সালাম জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads