• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নবীনগরে বিদ্যুৎপৃষ্টে গৃহবধুর মৃত্যু

প্রতীকী ছবি

দুর্ঘটনা

নবীনগরে বিদ্যুৎপৃষ্টে গৃহবধুর মৃত্যু

  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ইব্রাহিমপুর সাহা পাড়ায় শুক্রবার সকালে পল্লীবিদ্যুতের গাফিলাতির কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু ইব্রাহিমপুর সাহা পাড়ার শান্তি রঞ্জন সাহার স্ত্রী লক্ষ্মী রাণী সাহা (৩৫)।

জানা যায়, উপজেলা ইব্রাহিমপুর সাহা পাড়া শান্তি সাহার বাড়ির পুকুর ঘাটে কয়েকদিন যাবৎ পল্লীবিদ্যুতের তার বিপদজনকভাবে ঝুলন্ত অবস্থা থাকায় পরিবারের লোকজন বারবার অফিসে অবহিত করার পরও কোন ব্যবস্থা নেয়নি। আজ শুক্রবার সকালে ঝড়ে তারটি ছিড়ে পুকুরঘাটে পড়ে থাকে। এই অবস্থায় ওই গৃহবধু ঘাটে গোসল করতে গেলে পল্লীবিদ্যুতের ছিড়া তারে পা লেগে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে নবীনগর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

পল্লীবিদ্যুতের এজিএম এ কে এম বদরুদ্দীন বলেন, উনারা আমাদের কাছে কোন অভিযোগ করেনি। গতকাল ঝড়ে কাঁঠাল গাছের গোড়ায় মাটি সরে গেলে গাছটি তারের উপর পড়ে ছিড়ে যায়। এই ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads