• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২১

নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

গতকাল বৃৃৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের নজরপুরে শেখ হাসিনা সেতু সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো পৌর শহরের রাঙ্গামাটি এলাকার রফিক মিয়ার ছেলে আরিফ (২০) ও সাটিরপাড়া এলাকার কামাল আফসারীর ছেলে মুকিত আফসারী (২১)। মুকিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে তারাবীহ নামাজ শেষে দুটি মোটরসাইকেলে করে নজরপুরের সেতু সংলগ্ন এলাকায় ঘুরতে যান চারজন। তারা ওই সেতু এলাকায় আঁকাবাঁকা হয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় এক নারী পথচারী রাস্তা পার হতে গিয়ে আরিফের মোটরসাইকেলের সামনে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে অন্য মোটরসাইকেলটির সঙ্গে আরিফের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই মোটরসাইকেল থেকে দুজন রাস্তায় ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাদের দুজনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য মুকিত আশকারীকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. মাহমুদুল কবির আরিফ বলেন, এ দুর্ঘটনায় নিহত আরিফুলকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তার মুখমন্ডল থেঁতলে গিয়েছিল। অন্যদিকে মুকিত আশকারীকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি আমরা।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতাউর রহমান বলেন, দুইটি মটর সাইকেলই অতিরিক্ত গতিতে চলছিল। সংঘর্ষের সাথে সাথেই ঘটনাস্থলেই এক জন মারা যায়। অপর জনকে ঢাকায় নেওয়ার পথে মারা যায়। নিহত আরিফুলের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads