• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
৯ বছরে ৬০ হাজার ২৬৮ কোটি ৭৫ লাখ টাকা ভর্তুকি প্রদান : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী

ছবি : সংগৃহীত

কৃষি অর্থনীতি

৯ বছরে ৬০ হাজার ২৬৮ কোটি ৭৫ লাখ টাকা ভর্তুকি প্রদান : কৃষিমন্ত্রী

  • বাসস
  • প্রকাশিত ১১ সেপ্টেম্বর ২০১৮

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সরকার বিগত ৯ বছরে ৬০ হাজার ২৬৮ কোটি ৭৫ লাখ টাকা ভর্তুকি প্রদান করেছেন।
আজ সংসদে সরকারি দলের সদস্য আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

মতিয়া চৌধুরী জানান, কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ২০০৯ -২০১০ অর্থবছর থেকে কৃষকদের সার বিতরণ ক্ষেত্রে ৫৮ হাজার ১২৯ কোটি ২৫ লাখ টাকা, বিদুৎ খাতে ১ হাজার ১৫৯ কোটি ৭৯ লাখ টাকা, ইক্ষু খাতে ৮৬ কোটি ৮৩ লাখ টাকা, কৃষকদের পুনর্বাসন খাতে ১৪২ কোটি ৮৮ লাখ টাকা ডিজেল খাতে ৭৫০ কোটি টাকা ভর্তুকি প্রদান করা হয় ।

কৃষকদের উৎসাহিত করার কারণে বর্তমানে বাংলাদেশ বিশ্বে ধান উৎপানে ৪র্থ, সবজি উৎপাদনে ৩য় এবং আলু উৎপাদনে ৭ম স্থান অবস্থানকারী দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে বলে তিনি জানান।

সরকারি দলের সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় সরকার পানি, মাটি, পুষ্টি ব্যবস্থাপনা, শস্য নিবিড় এবং কৃষিতে প্রযুক্তি উন্নয়ন ঘটাতে বিভিন্ন প্রকল্প নতুন জাতের ধান আবিস্কার, সবজি বীজ, পানি সংরক্ষণে মিনি পুকুর খননসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়া ৭ হাজার ১২৩ কিলোমিটার খাল পুনঃখনন, ১৭০ কিলোমিটার ফসল রক্ষায় বাঁধ নির্মাণ করা হয়েছে বলে মন্ত্রী জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads