• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
চাটমোহরে ব্যস্ত পাট চাষীরা

চাষীরা পাট ধোয়া ও শুকানোয় ব্যস্ত সময় কাটাচ্ছে

ছবি : বাংলাদেশের খবর

কৃষি অর্থনীতি

চাটমোহরে ব্যস্ত পাট চাষীরা

  • চাটমোহর (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ আগস্ট ২০১৯

চলতি মৌসুমের পাট ধোয়া ও শুকানো নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন পাবনার চাটমোহর উপজেলার পাটচাষীরা। পাটের ফলনও পাচ্ছেন আশানুরুপ। কিন্তু শ্রমিকদের চড়া মুজুরির কারণে লাভ কেমন হবে, সে চিন্তাও করছেন পাটচাষীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশীদ হোসাইনী বলছেন, এ বছর পাটের ফলন হচ্ছে ১০-১২ মণ হারে। ৯০ ভাগ আবাদি জমির পাট এখন পর্যন্তকাটা হয়েছে।

সরেজমিনে দেখা গেল, উপজেলার পাটচাষীদের আঙ্গিনায় শুকানো হচ্ছে পাট। আঙ্গিনা ছাড়াও সড়কের ধারে রোদে দেওয়া হচ্ছে পাটখড়ি। নদী, খাল-বিলের পানিতে ছাড়ানো ও ধোয়া হচ্ছে পাট। এর আগে জমি থেকে পাট কেটে জাগ দেওয়া হয়েছিল পানিতে।

জাবরকোল এলাকায় দল বেঁধে পাটের আঁশ ছাড়াচ্ছিলেন নারী-পুরুষ। বড়াল নদীর পানিতে দাড়িয়ে (কোমড় পর্যন্ত পানিতে) কাজটি করছিলেন তারা। এ দলের একজন আব্দুল রশিদ। বলছিলেন, পাটের আঁশ ছাড়ানো ও ধোয়ার জন্য দৈনিক পারিশ্রমিক নিচ্ছেন ৫শ’ টাকা। দিনে এক বিঘা জমির পাটের আঁশ ছাড়ানো ও ধোয়া যায়। এক বিঘা জমিতে ১২-১৩শ’ হাতা (পাটের আঁটি) পাট হয়। এ জন্য লোকের (শ্রমিক) প্রয়োজন পড়ে ৮-১০জন। তবে এটা নির্ভর করে ‘জাগ’র অবস্থার ও শ্রমিকর দক্ষতার উপর।

জগতলা গ্রামের পাটচাষী আ.জলিলের কথায়, এ বিঘা জমিতে পাট চাষ করতে খরচ হয়েছে সাড়ে ৪ থেকে ৫হাজার টাকা। এর মধ্যে জমি চাষ, বীজের দাম, বীজ বপন, সার, কীটনাশক ও পরিচর্যার খরচ থাকে। আর পাট কাটা ও ধোয়ায় খরচ পড়ছে বিঘায় ৫-৭হাজার টাকা।

খোঁজ নিয়ে জানা গেল, ইতোমধ্যেই হাটে নতুন পাটের বেচা-কেনা শুরু হয়েছে। চাটমোহর বড় হাট অমৃতকুন্ডা, গেল হাটবারে রবিবার প্রতি মণ পাট বিক্রি হয়েছে ১৮শ’ থেকে ২হাজার টাকা দরে।

পাটচাষীদের হিসাব, এ বছর পাটের আবাদে প্রতি বিঘায় গড়ে খরচ হয়েছিল সবমিলিয়ে ১১থেকে ১৩ হাজার টাকা। ফলন হচ্ছে গড়ে ৯মণ হারে। আর ৯মণ পাটের বর্তমাণ বাজার দর ১৬থেকে ১৮হাজার টাকা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্র জানাচ্ছেন, এ বছর পাটের আবাদ হয়েছে ৭হাজার ২০০হেক্টর জমিতে। এর মধ্যে তোষা ও মেস্তা উভয় পাট রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads