• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
মাসকলাই চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

সংগৃহীত ছবি

কৃষি অর্থনীতি

মাসকলাই চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৯

দিনাজপুরের বিরলে মাসকলাই চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। মাসকলাই চাষ অল্প খরচে লাভ বেশি হওয়ায় চলতি মৌসুমে ৫০টি বাগানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় দেড়'শ বিঘা জমিতে মাসকলাই চাষ করেছে কৃষকরা।

আগামীতে মৌসুমে মশুর ও মুগ ডাল আবাদও সম্প্রসারণ করা হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে।

বিরল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবার রহমান বলেন, উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা নার্সারীর পরিত্যাক্ত ৪০ শতক জমিতে কমলা ও লটকনের বাগান স্থাপন করা হয়েছে। বাগান প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ফাঁকা জমিতে অধিক ফসল হিসেবে দুই মাস মেয়াদী মাসকলাই চাষ করা হয়েছে।

তিনি বলেন, ডাল চাষে এটি একটি ভালো প্রযুক্তি। ডাল চাষে যেমন আমিষের চাহিদা পূরণ করে। এটি মাটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি মাটির উর্বরতা বাড়ায়। কারণ ডাল ফসলের শিকড়ে নডিউল থাকে সেটি বাতাস থেকে নাইট্রোজেন জমা করে মাটির উর্বর করে। এতে বাগানের ফলনও বেড়ে যাবে।

কৃষিবিদ মাহবুবার রহমান আরও বলেন, চলতি বছর উদ্বুদ্ধ করনের মাধ্যমে বাগানে মাসকলাই চাষ সম্প্রসারন করা হচ্ছে। আগামীতে রবি মৌসুমে বাগানে মশুর ডাল, খরিপ-১ মৌসুমে মুগ ডাল চাষ সম্প্রসারনের পরিকল্পনা রয়েছে। মাত্র দুই মাসের মধ্যেই কম খরচে মাসকলাই চাষে অধিক লাভবান হওয়া সম্ভব এই পযুক্তি আগে কৃষকদের জানা ছিল না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads