• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

কৃষি অর্থনীতি

কৃষকের স্বপ্নে ‘কারেন্ট পোকা’

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ নভেম্বর ২০১৯

হেমন্ত হলো ধান পাকার মৌসুম। কার্তিকের শেষে হিমেল হাওয়ায় দোল খাচ্ছে সোনালি ধানের শিষ। দুলছে কৃষক ও কৃষাণির মন। কারণ মাঠে মাঠে পাকতে শুরু করেছে স্বপ্নের আমন ধান।

জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকলে আর ১০ থেকে ১২ দিন পরই কৃষকরা ঘরে তুলবেন আমন ধান। তখন বাড়ির আঙিনার গোলাটি ভরে যাবে সোনালি ধানে, আর কৃষাণির মুখে ফুটবে তৃপ্তির হাসি। তবে কয়েক মাস ধরে নিবিড় পরিচর্যার পর শেষ মুহূর্তে ভেস্তে যেতে বসেছে কৃষকের সোনালি স্বপ্ন। আমন ধানে আক্রমণ করেছে ‘কারেন্ট পোকা’। তাতে দিশাহারা হয়ে পড়ছেন কৃষক।

যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় এ পোকার আক্রমণের খবর পাওয়া গেছে। অনেক চেষ্টা করেও এ সমস্যার প্রতিকার পাচ্ছেন না কৃষক। তবে পরিস্থিতি মোকাবেলায় উপজেলা কৃষি অধিদপ্তর যাবতীয় ব্যবস্থা গ্রহণে তৎপরতা চালাচ্ছে বলে দাবি করেছে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ খবর পাওয়া গেছে।

‘কারেন্ট পোকা’ প্রসঙ্গে কৃষকরা জানান, এটা এমন এক জাতের পোকা, যার মাধ্যমে কোনো ফসলের মাঠ আক্রান্ত হলে কয়েক দিনের মধ্যে পুরো ক্ষেত নষ্ট হয়ে যায়। কারেন্টের মতো দ্রুতগতির কারণেই এটি কৃষকদের কাছে ‘কারেন্ট পোকা’ নামে পরিচিত।

সরেজমিন দেখা যায়, উপজেলার বল্লা, কানাইরালী, শিওরদহ, বাঁকড়া ও আলীপুর মাঠে অনেক ধানক্ষেতে ‘কারেন্ট পোকা’ আক্রমণ করেছে। বল্লা গ্রামের চাষি বজলুর রহমান, কামাল, জাবেদ, মহাসিন মিলন, মুক্তার, হাসান ও বাবু সরদারের রোপা আমনের ক্ষেত ‘কারেন্ট পোকা’য় আক্রান্ত হয়েছে। তারা জানান, আক্রান্ত ধানক্ষেত দূর থেকে দেখলে মনে হচ্ছে পেকে গেছে। ধানের শীষ ও গাছ সম্পূর্ণ সোনালি বর্ণ ধারণ করেছে। কিন্তু আক্রান্ত গাছের ধানের ভেতরে কোনো দানা নেই।

একই গ্রামের আজাহারুল ইসলাম জানান, তিনি ১৫ বিঘা জমিতে এবার রোপা আমনের চাষ করেছেন। আবহাওয়া ঠিক থাকলে আগামী ১০ থেকে ১২ দিন পরই ধানকাটা শুরু করবেন। এ অবস্থায় আশপাশের জমিতে ‘কারেন্ট পোকা’র আক্রমণ দেখে আগেভাগেই নিজের জমিতে বিভিন্ন কীটনাশক প্রয়োগ করছেন।

বাঁকড়া বাজারের কীটনাশক বিক্রেতা হামিদুর রহমান টিক্কা জানান, আলীপুর ও বাঁকড়া গ্রামের মাঠে কারেন্ট পোকার আক্রমণ এত বেশি-তিনি প্রতিষেধক ওষুধ সরবরাহ করে পেরে উঠতে পারছেন না।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দীপঙ্কর দাশ বলেন, এটা মূলত আবহাওয়াজনিত পোকার আক্রমণ। ‘কারেন্ট পোকা’র হাত থেকে রেহাই পেতে আলোকফাঁদের মাধ্যমে পোকা নির্ণয় করে ওষুধ ব্যবহার করতে হবে। বিষয়টি নিয়ে কৃষি কর্মকর্তারা সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads