• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পান বরজে সোনার খনি

সংগৃহীত ছবি

কৃষি অর্থনীতি

পান বরজে সোনার খনি

  • আব্দুস সালাম, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
  • প্রকাশিত ২২ জানুয়ারি ২০২১

ঘন কুয়াশার মধ্যে গায়ে লাল গামছা জড়িয়ে রজব আলী পান বরজে ঢুকে কুয়াশায় পানের ক্ষতি হচ্ছে কিনা পরখ করে দেখছেন। কদিন ধরে বাজারে খোঁজ নিয়ে জেনেছেন পানের বাজার দর চাঙ্গা চলছে। তাই সকাল সকাল বরজে ঢুকে ঠিক করছেন- কোন পিল থেকে পান ভেঙে বাজারে বিক্রি করবেন।

এরই ফাঁকে লুঙ্গির গোট থেকে পান বের করে মুখে দিয়ে রজব আলী বলতে শুরু করলেন উপজেলার চিৎলা গ্রামের আকছেদ আলী তার বাবার নাম। বাবা-দাদারা চাষী পরিবারে ছেলে। গ্রামের হরিতলার মাঠে প্রায় দেড় বিঘার জমিতে তার পান বরজ রয়েছে। পান চাষ করে ক আজ স্বাবলম্বী হয়েছেন তিনি। বিগত বছরগুলোতে পান চাষে লাভবান হওয়ার কারণে এ জনপদে চাষীরা প্রতি বছর নতুন নতুন পান বরজ তৈরি করছেন। অনেক চাষির নিজের জমি না থাকলেও অন্যের জমি লিজ নিয়ে পান বরজ তৈরি করেছে। অনান্য ফসলের লাভ কম হওয়ায় এ জন পদে প্রতি বছর ব্যাপক হারে নতুন নতুন পান বরজ তৈরি শুরু করার রেওয়াজ রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads