• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আড়াই লাখ টাকার পোয়া মাছ

জেলেদের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি সামুদ্রিক পোয়া মাছ। যা আড়াই লাখ টাকায় বিক্রি হয়

ছবি : বাংলাদেশের খবর

আজব খবর

আড়াই লাখ টাকার পোয়া মাছ

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ জানুয়ারি ২০১৯

টেকনাফে জেলেদের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি সামুদ্রিক পোয়া মাছ। মাছটি বিক্রি হয়েছে আড়াই লাখ টাকায়। ক্রেতা আশা করছেন, দ্বিতীয় দফায় তিনি সেটি কমপক্ষে পাঁচ লাখ টাকায় বিক্রি করতে পারবেন।

গত শনিবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার আব্দু শুক্কুরের জালে ধরা পড়ে ওই পোয়া মাছটি। স্থানীয় জেলেদের কাছে এটি কালো পোয়া হিসেবে পরিচিত।

আব্দু শুক্কুর জানান, শনিবার আমার ট্রলারের জেলেরা সাগরে মাছ ধরতে গেলে পোয়া মাছটি ধরা পড়ে। মাছ শিকার শেষে দুপুরে শাহপরীর দ্বীপ জেটিঘাটে ফিরলে স্থানীয় মাছ ক্রেতারা মাছটি কিনতে আগ্রহ দেখান। পরে ক্রেতা লালুর কাছে দুই লাখ ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।

ক্রেতা লালু বলেন, ৩৫ কেজি ওজনের কালো রঙের পোয়া মাছটি আড়াই লাখ টাকায় কিনে কক্সবাজার নিয়ে যাচ্ছি। আশা করছি দ্বিগুণ দামে মাছটি বিক্রয় করতে পারব। টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, পোয়া মাছের ইয়ার ব্লাডার নামক অংশটি সবচেয়ে মূল্যবান।

এটি ওষুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহূত হয়। প্রসঙ্গত, গত নভেম্বর মাসে সেন্টমার্টিনের জেলে আবদুল গণির জালে ধরা পড়েছিল ৩৫ কেজি ওজনের আরেকটি পোয়া মাছ। তবে সেই মাছটি বিক্রি হয়েছিল ৮ লাখ টাকায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads