• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
প্রেমের বিয়েতে সহায়তা দেবে পুলিশ

প্রেমের বিয়েতে সহায়তা দেবে পুলিশ

প্রতীকী ছবি

আজব খবর

প্রেমের বিয়েতে সহায়তা দেবে পুলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২২ জানুয়ারি ২০১৯

যুগে যুগে নানা রকম বাধা পেরিয়ে প্রেমিক যুগলকে এগিয়ে যেতে হয়েছে। এই বাধা এসেছে কখনো পরিবার থেকে আবার কখনো সমাজ থেকে। কিন্তু তারপরও থেমে নেই প্রেমিক-প্রেমিকার যাত্রা। প্রেমের পরিণতি দিতে অনেক যুগল বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। কিন্তু তাতে শেষ হয় না হয়রানির। অনেক পরিবারই পুলিশের সাহায্য চায় তাদের সন্তানদের ফিরিয়ে আনতে। এবার পাশা পাল্টে গেছে। খোদ পুলিশই সহায়তা করবে পরিবারের অমতে বিয়ে করতে ইচ্ছুক যুগলকে। ভারতের রাজস্থান পুলিশ বিভাগ সম্প্রতি এমনটাই জানিয়েছে। খবর এনডিটিভি।

পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জঙ্গা শ্রীনিবাস রাও জানান, পারিবারিক আপত্তির কারণে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে হচ্ছে যেসব জুটিকে, তাদের পাশে এসে দাঁড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পলাতক দম্পতিদের জন্য শেল্টার হোম তৈরির কথা ভাবছে রাজস্থান পুলিশ। তাদের যাতে কোনো বিপদে পড়তে না হয়, সেই কারণেই এই শেল্টার হোমের ভাবনা। তিনি আরো জানান, সব জেলার পুলিশ সদস্যদের জানানো হয়েছে- রাজ্যের যেকোনো প্রান্তে এমন সমস্যায় পড়া বিয়ে করতে ইচ্ছুক বা সদ্য বিবাহিতদের যেন সর্বতোভাবে সাহায্য করা হয়। রাজস্থান হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পলাতক দম্পতিদের জীবনের সুরক্ষা দেওয়া একান্ত কর্তব্য। তাদের সাহায্যের জন্য রাজ্যের সব পুলিশ রেঞ্জ ও জেলায় সিনিয়র মহিলা পুলিশ কর্মকর্তা রাখা হবে। এসব পদেক্ষেপে অনার কিলিং অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে মনে করছে কর্মকর্তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads