• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
পৃথিবীর দীর্ঘতম লবণ গুহা!

পৃথিবীর দীর্ঘতম লবণ গুহা!

ছবি : ইন্টারনেট

আজব খবর

পৃথিবীর দীর্ঘতম লবণ গুহা!

  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০১৯

ইসরাইলি গবেষকরা বলেছেন, তারা বিশ্বের দীর্ঘতম লবণের গুহা আবিষ্কার করেছেন। যার নাম মালহাম কেইভ। যার অবস্থান ডেড সি’র কাছে। বাইবেল অনুযায়ী সেখানে লুতের স্ত্রীর লবণের অবয়বও রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, যখন বৃষ্টির পানি পড়ে লবণ শোষণ করে এবং গুহার ভেতর দিয়ে ডেড সি’তে বেরিয়ে যাওয়ার সময় লবণের এসব স্তম্ভ তৈরি করে। মালহাম গহ্বরের অভ্যন্তরে ১০ কিলোমিটার পথ এবং চেম্বারজুড়ে এই লবণের গুহা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads