• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

আনন্দ-বিনোদন

ইমপ্রেসের ঘরে ৯ পুরস্কার

  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০১৮

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের চলচ্চিত্র ২০১৬ সালে ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৪টি চলচ্চিত্র ৯টি শাখায় পুরস্কার জিতে নিয়েছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে ‘অজ্ঞাতনামা’। প্রযোজক হিসেবে পুরস্কার পেয়েছেন ফরিদুর রেজা সাগর। ‘শঙ্খচিল’-এ প্রধান চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন কুসুম সিকদার। ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানিয়া আহমেদ। অজ্ঞাতনামায় খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন শহীদুজ্জামান সেলিম। ‘শঙ্খচিল’-এ শ্রেষ্ঠ শিশুশিল্পীর অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার পেয়েছেন আনম রহমান খান (সাঁঝবাতি), ‘দর্পণ বিসর্জন’-এ শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পেয়েছেন ওয়াকিল আহমেদ, শ্রেষ্ঠ গায়িকা মেহের আফরোজ শাওন (চলচ্চিত্র কৃষ্ণপক্ষ), অজ্ঞাতনামা চলচ্চিত্রে শ্রেষ্ঠ কাহিনীকারের পুরস্কার পেয়েছেন তৌকীর আহমেদ। ‘শঙ্খচিল’-এ শ্রেষ্ঠ শিল্প নির্দেশকের পুরস্কার পেয়েছেন উত্তম গুহ। জুরি বোর্ডের মনোনয়নের পর বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬-এর নাম চূড়ান্ত করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads