• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

আনন্দ-বিনোদন

অনুরূপ-বাপ্পির ‘তাকডুমাদুম তাক’

  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০১৮

পহেলা বৈশাখ উপলক্ষে আসছে জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচের কথায়, খন্দকার বাপ্পির কণ্ঠে বৈশাখের গান ‘তাকডুমাদুম তাক’। সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত কর। গানটির কাজ গত বছর শুরু হলেও এ বছর রিলিজ করা হচ্ছে সিডি ভিশনের ব্যানারে।

এই গান নিয়ে দারুণ আশাবাদী অনুরূপ আইচ। তিনি বলেন, ‘এই গান অবশ্যই নন্দিত হবে। বাপ্পি ভালো গেয়েছেন। অমিত কর বেশ যত্ন করে এই গান বানিয়েছেন এক বছর ধরে। বিটিভির পরিবর্তন অনুষ্ঠানে পহেলা বৈশাখ নিয়ে আমার এই গান প্রচার হবে। এই গান শুনে আনজাম মাসুদসহ বিটিভির অনেকেই মন্তব্য করেছেন, একটি রিমার্কেবল গান হয়ে থাকবে তাকডুমাদুম তাক। এ ছাড়া আরো কিছু বেসরকারি চ্যানেলে এই গান প্রচার হবে নববর্ষে।’

অন্যদিকে খন্দকার বাপ্পি এ গান প্রসঙ্গে বলেন, ‘গানটি নিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি। দীর্ঘ এক বছর সময় নিয়ে কাজ করেছি যেন গানটি ভালো হয়। আশা করি, শ্রোতারা নিরাশ হবে না।’

খুব শিগগির গানটি দুই ধাপে রিলিজ করা হবে। প্রথমে লিরিক ভিডিও ও পরবর্তী সময়ে মিউজিক ভিডিওর মাধ্যমে প্রকাশ হবে সিডি ভিশনের ইউটিউব চ্যানেল থেকে।

ফেব্রুয়ারি মাসে অনুরূপ আইচের লেখায় খন্দকার বাপ্পির ‘ভাষা তোমার জন্য’ গানটি শ্রোতামহলে প্রশংসিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads