• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন

ছবি : রয়টার্স

এশিয়া

পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত দুই কোরিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ এপ্রিল ২০১৮

সাড়ে ছয় দশকের বৈরিতার অবসান ঘটিয়ে কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণ ও শান্তি রক্ষায় ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। 

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন ঘোষণা দিয়েছেন, কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে একসঙ্গে কাজ করবেন তারা।

উত্তর ও দক্ষিণ কোরিয়ার কোনো শীর্ষ নেতার মধ্যে গত এক দশকের মধ্যে এ ধরনের বৈঠক এটাই প্রথম। এই বৈঠক নিয়ে সারা বিশ্বের গণমাধ্যমের ব্যাপক আগ্রহ দেখা যায়।

পরমাণু নিরস্ত্রীকরণ ও শান্তি রক্ষা ছাড়াও যৌথ ঘোষণায় আরো যা যা আছে-

* দুই কোরিয়া নিজেদের মধ্যে হামলা বা সামরিক কর্মকাণ্ড বন্ধ করা

* যুদ্ধের প্রচার বন্ধ করে দুই দেশের সীমান্তের ‘ডিমিলিটারাইজড জোন’কে শান্তির অঞ্চলে পরিণত করা

* যুদ্ধের কারণে দুই দেশে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনের ব্যবস্থা করা

* সীমান্তে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন

* কোরীয় উপদ্বীপের অস্থিরতা কমাতে অস্ত্র কমিয়ে আনা

* আসন্ন এশিয়ান গেইমসসহ বিভিন্ন ক্রীড়া প্রযোগিতায় যৌথভাবে অংশগ্রহণ ।

এ বৈঠকের মাধ্যমে কয়েক দশক ধরে চলে আসা সংঘাতের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads