• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

‘ভুয়া সংবাদবিরোধী’ আইনে প্রথম দণ্ডপ্রাপ্ত সুলায়মান

ছবি: ইন্টারনেট

এশিয়া

‘ভুয়া সংবাদবিরোধী’ আইনে প্রথম দণ্ড দিলো মালয়েশিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০২ মে ২০১৮

পুলিশকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া সমালোচনার দায়ে এক ড্যানিশ নাগরিককে দন্ড দিয়েছে মালয়েশির আদালত। ‘ভুয়া সবাদবিরোধী’আইনে প্রথমবারের মতো কাওকে দন্ড দিলো মালয়েশিয়ার আদালত।

সালাহ সালাম সালেহ সুলাইমান নামে ওই ব্যক্তি একটি ইউটিউব ভিডিও ছড়িয়ে দিয়েছেন, যাতে ফিলিস্তিনি এক প্রভাষককে গুলি করার ঘটনায় পুলিশ ৫০ মিনিট দেরিতে পৌঁছায় বলে অভিযোগ করা হয়। তিনি ইয়েমেনি বংশোদ্ভূত বলে জানা গেছে।

পুলিশের দাবি রাজধানী কুয়ালালামপুরে ওই গুলির ঘটনায় সাড়া দিতে তাদের মাত্র আট মিনিট সময় লেগেছিল । ভুয়া এই তথ্যের কারনে পুলিশ পাল্টা তার বিরুদ্ধে মামলা করে।

অভিযোগপত্রে বলা হয়, হীন উদ্দেশ্যে ইউটিউব ভিডিওর মাধ্যমে তিনি ভুয়া খবর প্রকাশ করেছেন। অভিযুক্ত সুলায়মান নিজের অপরাধ স্বীকার করে বলেন, তিনি ভিডিওটি রাগের মুহূর্তে পোস্ট করেছেন।

সুলায়মান বলেন, “আমি এক ভুল করেছি শুধু মালয়েশিয়ার পুলিশের কাছে নয়, আমি মালয়েশিয়ার সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত।”

ভুয়া সংবাদের বিরুদ্ধে আইন প্রণয়ন করা দেশগুলোর মধ্যে অন্যতম মালয়েশিয়া। সমালোচকরা বলছেন, ৯ মে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনের আগে বিরোধী ও মুক্ত মতকে সংকুচিত করতেই এই আইন কার্যকর করা হয়েছে।

নতুন এই আইনে অপরাধীদের ৫ লাখ মালয়েশীয় রিঙ্গিত বা এক লাখ ২৮ হাজার ডলার জরিমানা ও সর্বোচ্চ ছয় বছরের কারাদণণ্ডের বিধান রয়েছে।

বিচারক সুলাইমানকে এক সপ্তাহের কারাদণ্ড ও ১০ হাজার রিঙ্গিত জরিমানা করলেও তিনি তা দিতে না পারায় একমাস কারাদণ্ড ভোগ করবেন।

মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ফুজি হারুন জানান, তাদের রেকর্ড অনুযায়ী, সকাল ৬টা ৪১ মিনিটে তারা কল পেয়েছিলেন এবং আট মিনিট পরে পুলিশের গাড়ি ঘটনাস্থলে আসে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads