• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল

সংরক্ষিত ছবি

এশিয়া

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলিবিদ্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৭ মে ২০১৮

পাকিস্তানের নারোয়াল প্রদেশে এক আলোচনা সভা চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল। রোববার কাঞ্জরুর তেহসিল জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ডন নিউজ।

জেলা পুলিশ অফিসার ইমরান কিশওয়ার জানান, ২০ থেকে ২২ বছর বয়সী স্থানীয় এক যুবক এ হামলা চালায়। মাত্র ৬০ ফুট দূর থেকে ৩০ বোরের পিস্তল দিয়ে মন্ত্রীকে গুলি করা হয়।

পাঞ্জাব সরকারের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। প্রাদেশিক পুলিশ কর্তৃপক্ষ জানায়, মন্ত্রীর কাঁধে গুলি লেগেছে। প্রাথমিকভাবে তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে লাহোরে নেওয়ার কথা রয়েছে।

পাকিস্তান মুসলিম লীগের (এন) নেতা তালাল চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালের ওপর হামলার সত্যতা নিশ্চিত করে জানান, মন্ত্রী আশঙ্কামুক্ত। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনাকে ‘হত্যাচেষ্টা’ বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads