• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

স্ট্রেট টাইমস

এশিয়া

ফের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন মাহাথির মোহাম্মদ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১০ মে ২০১৮

মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নের্তৃত্বাধীন বিরোধী দলীয় জোট জয় লাভ করেছে। বুধবারের ওই নির্বাচনে সরকার গঠনের জন্যে ২২২ আসনের মধ্যে প্রয়োজনী ছিল ১১২টি আসনের। মাহাথিরের নের্তৃত্বাধীন বিরোধী দলীয় জোট পেয়েছে মোট ১১৫ টি আসন। মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্ট্রেটস টাইমস জানিয়েছে, দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ গ্রহন করবেন মাহাথির।

এই জয়ের মাধ্যমে ক্ষমতা ছাড়ার ১৫ বছর পর ফের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মালয়েশিয়ার এই সাবেক প্রধানমন্ত্রী।

মালয়েশিয়ার বুধবারের নির্বাচনে প্রকাশিত অনানুষ্ঠানিক প্রাথমিক ফলাফলে শুরু থেকেই এগিয়ে ছিল বিরোধীদলীয় জোট। প্রাথমিক অনানুষ্ঠানিক ফলাফলে বলা হয়েছিল, নাজিবের জোট পেয়েছে ৬০টি আসন। আর মাহাথিরের জোট পেয়েছে ৮৩টি। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছিল, মাহাথিরের পাকাতান হারাপান ৬৭টি আসন পেয়েছে। বারিসান ন্যাশনাল পেয়েছে ৪৮টি।

যেকারণে জয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই নিজের জোটের বিজয় দাবি করেছিলেন মাহাথির মোহাম্মদ। জোটের বিজয় ছাড়াও নিজের আসনে জয় পেয়েছেন তিনি।

দেশটির বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন অনেক রাজনৈতিক নেতার মোবাইল ফোন নাকি হ্যাক করা হয়েছিল। বিরোধীদের অভিযোগ, অনেক ভোটার ভোটকেন্দ্রে গেলেও ভোট দিতে পারেননি। পাশাপাশি এবিসি নিউজের খবরে বলা হয়েছে, সিঙ্গাপুরে কর্মরত মালয়েশিয়ার অনেক নাগরিকও ভোট দিতে পারেননি। এই সংখ্যাটি প্রায় ৫ লাখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads