• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

সংরক্ষিত ছবি

এশিয়া

এবার দল ও জোট থেকে পদত্যাগ নাজিবের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১২ মে ২০১৮

জাতীয় নির্বাচনে হারের পর নিজ দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনএ) প্রেসিডেন্ট ও বারিসন ন্যাশিওনাল জোটের চেয়ারম্যানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ।

শনিবার সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারির পর চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন নাজিব। রাজধানী কুয়ালালামপুরের মেনারা দাতো এলাকায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

নাজিবের পদত্যাগের পর দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অরগানাইজেশনের (ইউএমএনএ) নতুন প্রেসিডেন্ট হবেন তাঁর সহকারী ও সাবেক উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি।

রাজধানী কুয়ালালামপুরকে বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করার পাশাপাশি কৌশলগত বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতি গতিশীল করার পরিকল্পনায় ২০০৯ সালে একটি তহবিল গঠন করা হয়, যা ওয়ানএমডিবি নামে পরিচিত। তহবিলে ৩০০ কোটি ডলারের বেশি অর্থ ছিল। ওই তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে নাজিবের বিরুদ্ধে। যদিও তিনি শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করছেন। ক্ষমতায় থাকাকালে প্রধানমন্ত্রীকে এ অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিল মালয়েশিয়ার বিচার বিভাগও। বিরোধীদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে তদন্ত থেকে অব্যাহতি নিয়েছিলেন নাজিব। ওয়ানএমডিবি তহবিল থেকে অর্থ আত্মসাতের নতুন তদন্তও চেয়েছেন তারা।

দুর্নীতির এ অভিযোগকে ঘিরেই মাহাথির মোহাম্মদের সঙ্গেও দূরত্ব তৈরি হয় সাবেক এ প্রধানমন্ত্রীর। ওয়ানএমডিবি কেলেঙ্কারি প্রকাশের পর মাহাথির তার এক সময়ের শিষ্য নাজিবকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি ক্ষমতা ছাড়তে রাজি না হওয়ায় নিজের সাবেক দলের বিপক্ষে গিয়ে বিরোধীদের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করার সিদ্ধান্ত নেন ৯২ বছর বয়সী মাহাথির। তার জনপ্রিয়তার জোরেই বুধবারের জাতীয় নির্বাচনে পাকাতান হারাপান (অ্যালায়েন্স অব হোপ) বড় জয় পায়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads