• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
ইন্দোনেশিয়ায় গির্জায় বোমা  হামলায় নিহত ১১

বোমা হামলায় আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে

ইন্টারনেট

এশিয়া

ইন্দোনেশিয়ায় গির্জায় বোমা হামলায় নিহত ১১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় গতকাল রোববার সকালে তিনটি গির্জায় আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে অন্তত ১১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। আরো কয়েকটি গির্জায় হামলার পরিকল্পনা থাকলেও তা নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিবিসি প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এই বোমা হামলাগুলো হয়। হামলা তিনটি কয়েক মিনিটের ব্যবধানে সংঘটিত হয়। ইন্দোনেশিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত হয়ে জেএডি নামের একটি জঙ্গিগোষ্ঠী এই হামলা চালিয়ে থাকতে পারে বলে তারা সন্দেহ করছে। তবে কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করেনি।

হামলার পর রোববার সুরাবায়ায় সব গির্জা সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দিয়েছে পুলিশ। পাশাপাশি শহরটিতে আয়োজিত বড় একটি খাদ্য উৎসব বাতিল করা হয়েছে। হামলার নিন্দা জানিয়েছে দেশটির সরকার। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে সমবেদনাও জানানো হয়েছে। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। সম্প্রতি দেশটিতে ইসলামী জঙ্গিবাদ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads