• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কৃত্রিম পায়ে এভারেস্ট জয়

কৃত্রিম পায়ে এভারেস্ট জয়ী ৬৯ বছরের শিয়া বোউ

ইন্টারনেট

এশিয়া

কৃত্রিম পায়ে এভারেস্ট জয়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে ফ্রস্ট বাইটে অর্থাৎ প্রচণ্ড ঠাণ্ডায় আক্রান্ত হয়ে দু'টো পা-ই হারিয়েছিলেন শিয়া বোউ। সে চল্লিশ বছর আগের কথা।

কিন্তু তারপরও স্বপ্ন পূরণে পিছুপা হননি তিনি। সোমবার সকালে ৬৯ বছরের এই চীনা পর্বতারোহী ২৯,০২৯ ফুট উচ্চতা অতিক্রম করে এভারেস্টর চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছেন। রেকর্ডও গড়েছেন তিনি। কারণ, এর আগে দুই পা নেই এমন কেউ নেপালের দিক থেকে এভারেস্টর চূড়ায় উঠতে পারেনি।

বিবিসি জানায়, ২০০৬ সালে দুই পা হারানো আরেক পর্বতারোহী নিউজিল্যান্ডের মার্ক ইঙ্গলিস এভারেস্টে উঠেছিলেন তিব্বতের দিক থেকে। যেটাকে অপেক্ষাকৃত সহজ বলে বিবেচনা করা হয়।

১৯৭৫ সাল থেকে শিয়া বোউ এভারেস্টে ওঠার চেষ্টা করে যাচ্ছিলেন। ২০১৭ সালে নেপালের সরকার যখন দুই-পা কাটা এবং অন্ধদের জন্য এভারেস্টে ওঠা নিষিদ্ধ করে দেয় তখন চরম হতাশায় পড়ে গিয়েছিলেন তিনি।

তবে ২০১৮ সালের মার্চ মাসে নেপালের সুপ্রিম কোর্ট সরকারের ওই নিষেধাজ্ঞা বেআইনি ঘোষণা করলে এপ্রিল মাসে তিনি পঞ্চমবারের মতো এভারেস্ট অভিযান শুরু করেন।

অভিযান শুরুর আগে তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এভারেস্টের চূড়ায় ওঠা আমার স্বপ্ন। আমাকে এই স্বপ্ন পূরণ করতেই হবে। ব্যক্তিগতভাবে এটা আমার জন্য এটা চ্যালেঞ্জ, আমার দুর্ভাগ্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads