• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বিনাশর্তে মুক্ত আনোয়ার

পিপলস জাস্টিস পার্টির শীর্ষ নেতা আনোয়ার ইব্রাহিম

ইন্টারনেট

এশিয়া

বিনাশর্তে মুক্ত আনোয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৭ মে ২০১৮

মালয়েশিয়ার কারাবন্দি রাজনৈতিক নেতা আনোয়ার ইব্রাহিম মুক্তি পেয়েছেন। রাজার নিঃশর্ত ক্ষমা পাওয়ার পর গতকাল বুধবার তাকে মুক্তি দেওয়া হয়। ফলে তিনি আবারো রাজনীতিতে ফিরতে পারবেন। খবর বিবিসি।

ক্ষমা প্রশ্নে গঠিত কমিটি বুধবার রাজকীয় ক্ষমার বিষয়ে আলোচনার পর তাকে মুক্ত ঘোষণা করে। সমকামিতার অভিযোগে দণ্ড ভোগ করা ৭০ বছর বয়সী এই নেতা দীর্ঘদিন ধরেই কাঁধের আঘাতের চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি ছিলেন। পিপলস জাস্টিস পার্টির (পিকেআর) এই শীর্ষ নেতা মুক্তি পাওয়ার পর হাসপাতাল থেকে হেঁটে বের হয়ে আসেন। এ সময় তার সঙ্গে ছিল পরিবারের সদস্য, আইনজীবী ও কারারক্ষীরা। তার পরনে ছিল কালো স্যুট, সাদা শার্টের সঙ্গে টাই। বাড়ির উদ্দেশে রওনা হওয়ার আগে সমর্থকদের দিকে স্মিতহাস্যে হাত নেড়ে অভিবাদন জানান তিনি।

মুক্তি পেয়েই সংস্কারপন্থি হিসেবে পরিচিত এই নেতা রাজা পঞ্চম সুলতান মুহাম্মদের সঙ্গে দেখা করতে রাজপ্রাসাদে যান। সেখানে আনোয়ারকে স্বাগত জানান বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ২০০৪ সালে মাহাথিরই সমকামিতা ও দুর্নীতির অভিযোগ তুলে তাকে উপ-প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করে কারাগারে পাঠিয়েছিলেন। গত সপ্তাহে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন জিতে নেয় পাকাতান হারাপান জোটের অংশীদার পিকেআর। নির্বাচনে জোটের জয়ের পর থেকেই কারাবন্দি আনোয়ারের মুক্তি নিয়ে জল্পনা শুরু হয়।

গত মঙ্গলবার এই নেতা মুক্তি পেতে পারেন বলে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। বুধবার সকালে রাজকীয় ক্ষমা বোর্ডের বৈঠকে আনোয়ারের ক্ষমার ব্যাপারে সিদ্ধান্ত হয়। রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কুয়ালালামপুর, লাবুয়ান ও পুত্রাজায়ার কেন্দ্রীয় অঞ্চলভুক্ত ক্ষমা বোর্ডের সুপারিশে আনোয়ার বিন ইব্রাহিমকে নিঃশর্ত ক্ষমার ঘোষণা দিয়েছেন রাজা। এ ছাড়া তাকে তাৎক্ষণিক মুক্তি দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। এরপরই তাকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

২০ বছর আগে মাহাথিরকে ক্ষমতা থেকে নামাতে আন্দোলন শুরু করেছিলেন আনোয়ার। শেষ পর্যন্ত মাহাথির-আনোয়ার জোটই পাল্টে দিল দেশটির রাজনীতির ইতিহাস। জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রীয় তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠা নাজিবকে ক্ষমতা থেকে নামাতে একসময়ের প্রতিদ্বন্দ্বী আনোয়ারের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করেন মাহাথির।

দেড় যুগ আগে বয়সের কারণে রাজনীতিকে বিদায় জানান মাহাথির। দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিয়ে ৯২ বছর বয়সে আবারো রাজনীতিতে ফেরেন। এর আগে তিনি ২২ বছর মালয়েশিয়া শাসন করেন। নির্বাচনে জয়লাভ করে আনোয়ারকে কারামুক্তির আবেদন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাহাথির। এ ছাড়া দুই বছরের মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে আনোয়ারকে ওই পদে বসানোর পথ মসৃণ করা হবে বলেও জানান তিনি।

হাসপাতালের সামনে আনোয়ারের অপেক্ষায় থাকা সমর্থক রিজুয়ান ইসমাইল বলেন, তাকে মুক্তি পেতে দেখে আমি আবেগাক্রান্ত। কিন্তু আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমরা তাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আনোয়ারের এই মুক্তি জোট মন্ত্রিসভার পদবণ্টন নিয়ে চলা উত্তেজনা নিরসনে ভূমিকা রাখবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads