• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
করাচিতে তাপদাহে  ৬৫ জনের মৃত্যু

সোমবার করাচির তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস

ইন্টারনেট

এশিয়া

করাচিতে তাপদাহে ৬৫ জনের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ মে ২০১৮

পাকিস্তানের বৃহত্তম নগরী করাচিতে তাপদাহে গত তিন দিনে অন্তত ৬৫ জন মারা গেছেন। অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে করাচির নিম্নবিত্ত এলাকাগুলোতে। দাতব্য সংস্থা ইদি ফাউন্ডেশনের পরিচালক ফয়সাল ইদি গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। খবর সিএনএন।

এই সংস্থাটি পাকিস্তানের বন্দরনগরীটিতে অ্যাম্বুলেন্স সার্ভিসের পাশাপাশি অনেকগুলো মর্গ পরিচালনা করে। তারা জানিয়েছে, মৃতদেহগুলো তাদের শীতাতপ নিয়ন্ত্রিত মর্গে রাখা আছে। এসব লোক হিটস্ট্রোকে মারা গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। উচ্চ তাপমাত্রা বজায় থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত সোমবার করাচির তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে যোগ হয়েছে লোডশেডিং। রোজার কারণে দিনের বেলা পানি পান থেকে বিরত থাকায় নগরীর লোকজনকে বিরূপ পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।

এ বিষয়ে জানার জন্য সংশ্লিষ্ট সরকারি মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সিন্ধু প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আলী শেখ বলেন, তাপদাহে মাত্র একজন মানুষ মারা গেছে। তাপদাহের কারণে মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রদেশের স্বাস্থ্য সচিব ফজলুল্লাহ পিচুহো ডনকে বলেন, হিটস্ট্রোকে কারো মৃত্যু হয়নি। কী কারণে এসব লোক মারা গেছে তা কেবল চিকিৎসক এবং হাসপাতালগুলোই বলতে পারবে। করাচিতে হিটস্ট্রোকে লোকজন মারা যাচ্ছেন, এমন খবর আমি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads