• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
‘তোমায় ভালোবাসি মা’

বিও নামের এক কিশোরের চিঠিতে মায়ের দেখাশোনার সেই আকুতি ফুটে ওঠে

ছবি : ইন্টারনেট

এশিয়া

‘তোমায় ভালোবাসি মা’

গুহায় আটকে পড়া কিশোরদের চিঠি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৮

গুহা থেকে পরিবারের উদ্দেশে চিঠি পাঠিয়েছে আটকে পড়া ১২ কিশোর ফুটবলার। গত দুই সপ্তাহ ধরে গুহার অন্ধকার প্রকোষ্ঠে আটকে থাকার পর তাদের অনুভূতি এবং স্বজনদের প্রতি ভালোবাসা প্রকাশে তাদের লেখা চিঠি প্রকাশ করেছে থাই কর্তৃপক্ষ। চিঠিতে ১১ থেকে ১৬ বছর বয়সী ওই শিশুদের মানসিকতার বিভিন্ন দিক ফুটে ওঠে। এক যৌথ চিঠিতে তারা লেখে, ‘চিন্তা করো না, সবার স্বাস্থ্য ভালো আছে। আমরা সত্যিই বের হতে চাই এবং অনেক ভালো খাবার খেতে চাই। বের হয়ে সোজা বাসায় যেতে চাই।’

কিশোরদের মধ্যে মার্ক নামে একজন লেখে, ‘মা, তুমি বাড়িতে ঠিক আছো তো? বাড়িতে থেকো। আমি ভালো আছি। আমার শিক্ষককেও জানিয়ে দিও। তোমায় ভালোবাসি মা।’ ডোম লেখে, ‘আমি সুস্থ আছি, কিন্তু আবহাওয়া অনেক ঠাণ্ডা এখানে। কিন্তু চিন্তা করো না তোমরা। আমার জন্মদিন ভুলে যেও না।’ জুলাইয়ের ৩ তারিখ ছিল ডোমের জন্মদিন। চূড়ান্ত উৎকণ্ঠা আর উত্তেজনায় গুহার বাইরে তার বাবা-মা দিন কাটাচ্ছেন।

আটকে পড়া শিশুরা গুহার অন্ধকারের মাঝেও ভুলে যায়নি তাদের কর্তব্যের কথা। বিও নামের এক কিশোরের চিঠিতে মায়ের দেখাশোনার সেই আকুতি ফুটে ওঠে। বিও লেখে, ‘বাবা-মা তোমরা চিন্তা করো না। বিও শুধু দুই সপ্তাহের জন্য তোমাদের ছেড়ে আছে। আমি আবার ফিরে যাব এবং মাকে কেনাকাটায় সব সময় সাহায্য করব। আমার এক দিন ফ্রি আছে। বাইরে যেতে চাই খুব।’

মানবিক এমন চিঠিতে থাইল্যান্ডের সাধারণ জনগণের পাশাপাশি কান্নায় ভেঙে পড়েছে গোটা বিশ্বের মানবিক সব মানুষ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ওই কিশোরদের মঙ্গল কামনা করে প্রার্থনা করা হচ্ছে। নিক নামের আরেক ফুটবলারের চিঠিতে যে আকুতি ফুটে ওঠে তা উদ্ধারকর্মীদের চোখে পানি এনে দেয়। নিক লেখে, ‘মা-বাবা, নিক তোমাদের দুজনকে এবং ছোটো ভাইকে অনেক ভালোবাসে। বাবা-মা, আমি বের হতে পারলে আমাকে মো-কাটা খেতে নিয়ে যেও। নিক তোমাদের সবাইকে অনেক ভালোবাসে।’

গত ২৩ জুন থাইল্যান্ডের ‘ওয়াইল্ড বোয়ার’ নামে কিশোরদের ওই ফুটবল দলটি থাম লুয়াং গুহায় ভ্রমণে যায়। গুহার কয়েক কিলোমিটার ভেতরে প্রবেশের পর বন্যার পানিতে গুহা ভেসে গেলে কোচসহ মোট ১৩ জন ভেতরে আটকে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads