• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
থাইল্যান্ডের গুহায় আটকে পড়া দলের ২ কিশোরকে উদ্ধার

থাইল্যান্ডে গুহায় আটকা পড়া দুই কিশোর ফুটবলারকে ডুবুরিরা বের করে আনতে সক্ষম হয়েছেন

ছবি : ইন্টারনেট

এশিয়া

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া দলের ২ কিশোরকে উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৮

থাইল্যান্ডে প্রায় দুই সপ্তাহ ধরে গুহায় আটকে থাকা কিশোর ফুটবল দলটির দুই সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কয়েকটি সংবাদ মাধ্যম।

উদ্ধারকৃতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংকক পোস্ট। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে একজনের নাম মঙ্কল বনপাইম (১৩)। বাকিদের উদ্ধার করতে এখনো কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। 

গত ২৩ জুন ১১ থেকে ১৬ বছর বয়সী ওই কিশোরদল ও তাদের ২৫ বছর বয়সী ফুটবল কোচ ওই গুহায় প্রবেশ করেছিল। গুহায় প্রবেশ করার পর প্রবল বৃষ্টিপাতে গুহার মধ্যে পানি জমে তাদের বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। তারপর থেকে তারা গুহাটিতেই আটকা পড়ে আছে।

১২ কিশোর ও তাদের ফুটবল কোচকে উদ্ধারে রোববার স্থানীয় সময় সকাল ১০টায় একটি উদ্ধারকারী দল গুহায় প্রবেশ করেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন অভিযান প্রধান নারংসাক ওজতনাকন।

উদ্ধারকারী দলে ১৩ জন বিদেশি ও থাইল্যান্ড নৌবাহিনীর পাঁচ জন ডুবুরি আছেন।

উদ্ধারের এই পরিকল্পনা সম্পর্কে আটকা পড়া কিশোর দলটির পাশাপাশি তাদের পরিবারগুলোকেও জানানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads