• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
দ্বিতীয় দিনে আরো ৪ কিশোর উদ্ধার

থাম লুয়াং গুহা থেকে গক দুই দিনে ডুবুরিদের সহায়তায় আট কিশোর ফুটবলারকে উদ্ধার করা হয়। আজ আবারো শুরু হবে উদ্ধার অভিজান

ছবি : ইন্টারনেট

এশিয়া

দ্বিতীয় দিনে আরো ৪ কিশোর উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১০ জুলাই ২০১৮

থাইল্যান্ডে গতকাল সোমবার গুহা থেকে আরো ৪ জনকে উদ্ধারের পর অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৮ জনকে উদ্ধার করা হলো। তবে গুহায় এখনো ৪ কিশোর ও তাদের কোচ রয়েছে। সিএনএনের খবর।

বিবিসির খবরে বলা হয়, গত রোববার ৪ কিশোরকে উদ্ধারের পর স্থগিত হওয়া অভিযান গতকাল স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হয়। অভিযান শুরুর আগে সংবাদ সম্মেলনে চ্যাং রাই প্রদেশের গভর্নর নারংসাক ওসোথানাকর্ন জানান, আমাদের সামনে দুটি প্রতিবন্ধকতা; পানি ও সময়। প্রকৃতির সঙ্গে টক্কর দেওয়া কঠিন কাজ হলেও আমাদের যতটুকু করার, সবই করছি। গতকাল সোমবারের উদ্ধার অভিযান পরিচালনা করেন ওসোথানাকর্ন।

এর আগে গত রোববার উদ্ধার হওয়া ৪ কিশোর হাসপাতালে পৌঁছার কয়েক ঘণ্টা পর সরকারিভাবে উদ্ধারের তথ্য নিশ্চিত করা হয়েছিল। তবে আটকে পড়া এক কিশোরের বাবা অভিযোগ করেন, কোন কোন বাচ্চাকে বের করা হয়েছে তা আমাদের জানানো হচ্ছে না। কেন উদ্ধারকৃতদের বাবা-মাদের তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না- সেই প্রশ্নের জবাবে ওসোথানাকর্ন বলেন, সংক্রমণের ঝুঁকি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝুঁকি কাটলেই এ ব্যাপারে বাবা-মাদের জানালার কাচের বাইরে থেকে তাদের ছেলেদের দেখতে দেওয়া হবে। নাম-পরিচয় কেন গোপন রাখা হচ্ছে- এই প্রশ্নে তিনি বলেন, এখনো অনেক বাচ্চাই গুহার ভেতরে আটকে আছে। এ অবস্থায় উদ্ধার হওয়াদের নাম-পরিচয় বলা ঠিক মনে করছি না। এতে নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে।

ওসোথানাকর্ন জানান, রোববার উদ্ধার হওয়ারা (চারজন) বেশ উৎফুল্ল। সকালে জানিয়েছিল, তারা পুদিনাপাতা দিয়ে রান্না করা ভাত খেতে চায়। পুদিনাপাতা এবং মাংস দিয়ে রান্না ফ্রায়েড রাইসকে থাইল্যান্ডে বলা হয় ‘প্যাড ক্রাপাও’। হাসপাতাল কর্তৃপক্ষও বলেছে, বাচ্চাগুলো সকালে ভাত খেতে চেয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads