• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ইমরানের স্বপ্ন জিন্নাহর পাকিস্তান  

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান

ছবি: ইন্টারনেট

এশিয়া

ইমরানের স্বপ্ন জিন্নাহর পাকিস্তান  

পিটিআইকে বিজয়ী দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৬ জুলাই ২০১৮

পাকিস্তানের জাতীয় নির্বাচনের ভোট গণনা বিলম্বিত হচ্ছে। আংশিক গণনায় এগিয়ে রয়েছেন সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। চূড়ান্ত ফল প্রকাশের আগে আজ বৃহস্পতিবার বিকালে এক ভাষণে নিজের দলকে বিজয়ী দাবি করে জনসেবায় ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ ক্রিকেটে শিরোপা এনে দেওয়া ইমরান। দেশটির প্রতিষ্ঠাতা ‘কায়েদে আজম’ (মহান নেতা) মোহাম্মদ আলী জিন্নাহকে নিজের নেতা উল্লেখ করে তার স্বপ্নের পাকিস্তান গড়ার অঙ্গীকারও করেছেন তিনি। অবশ্য এর আগে ভোটের রাতেই পাকিস্তানের বিভিন্ন স্থানে পিটিআইর অফিসে সমর্থকদের বিজয় উৎসব শুরু হয়ে যায়। পিটিআইর অফিসিয়াল ফেসবুক পাতায় ৬৫ বছর বয়সী ইমরান খানকে ‘উজিরে আজম’ হিসেবে অভিনন্দন জানিয়ে পোস্টও দিয়ে দেওয়া হয়।

অন্যদিকে বুধবারের ওই নির্বাচনে বড় ধরনের কারচুপির অভিযোগ এনে রাতেই তা প্রত্যাখ্যান করে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন)। একই অভিযোগ তুলেছেন প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টিও (পিপিপি)। তবে অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশন বলেছে, যান্ত্রিক জটিলতার কারণে ফল প্রকাশ বিলম্বিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার সরদার মোহাম্মদ রাজা বলেন, নির্বাচন শতভাগই স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে।

গতকাল বুধবার দেশটির জাতীয় পরিষদের ২৭২টি আসনে সরাসরি ভোট হয়। সন্ধ্যা ৭টা থেকে ভোট গণনা শুরু হয়ে রাতভর গণনা চললেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত মাত্র ৪৭ শতাংশ ভোট গণনা হয়। এতে পিএমএল-এন ও পিপিপিকে পেছনে ফেলে এগিয়ে ছিল পিটিআই। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭২টি আসনের মধ্যে পিটিআই ১২০ আসনে এগিয়ে ছিল। পিএমএল-এন এগিয়ে ছিল ৬১ আসনে। আর পিপিপি ৪০ আসনে। ফলের এই ধারায় ধারণা করা হচ্ছে ইমরান খানই হতে চলেছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।

বিবিসি জানিয়েছে, প্রাথমিক ফলের ধারা দেখে মনে হচ্ছে, ইমরান খানের দল এগিয়ে থাকলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে তাকে সরকার গঠনের জন্য জোট বাঁধতে হতে পারে। সরকার গঠন করতে হলে যে কোনো দলকে ১৩৭টি আসনে জিততে হবে। কোনো দল সেই আসন না পেলে ঝুলন্ত পার্লামেন্টের দিকে যেতে পারে পাকিস্তান। পিটিআই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে নওয়াজ শরীফ ও বিলওয়াল ভুট্টো জোট গঠন করতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। পাকিস্তান জাতীয় পরিষদে সরাসরি নির্বাচনের মোট আসন সংখ্যা ২৭৪টি হলেও দুটি আসনে ভোট স্থগিত হওয়ায় বুধবার ভোট দেন ২৭২ আসনের ভোটাররা। নারী ও সংখ্যালঘুদের জন্য নির্ধারিত বাকি ৭০টি আসন বিজয়ী দলগুলোর মধ্যে সংখ্যানুপাতে বণ্টন হবে।

নির্বাচনে ১০ কোটি ৬০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে ৫০-৫৫ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। নারী ভোটারের উপস্থিতি আগের চেয়ে ভালো ছিল বলে জানিয়েছেন পাকিস্তানের ডেইলি নিউজ পত্রিকার সাংবাদিক মনির আহমেদ। এদিকে নির্বাচন ঘিরে প্রায় পৌনে ৪ লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হলেও সহিংসতা থেমে ছিল না। কোয়েটায় বোমা হামলায় নিহত হন অন্তত ৩১ জন। এছাড়া বিভিন্ন এলাকায় সহিংসতার খবর পাওয়া গেছে।  

পাকিস্তানের ৭১ বছরের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বেসামরিক দলের মধ্যে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে। এর কারণে এবারের নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখছে বিশ্ব গণমাধ্যম।  অবশ্য দেশটিতে বারবার রাষ্ট্র পরিচালনায় সেনা হস্তক্ষেপের ইতিহাস থাকায় ক্ষমতা হস্তান্তরের আগে কিছুই বলা যাচ্ছে না বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের।  বর্তমানে ক্ষমতায় থাকা নওয়াজ শরিফের দল পিএমএল-এন যেমন স্বস্তিতে দেশ পরিচালনা করতে পারেনি; তেমন পিপিপির হয়ে বেনজির ভুট্টোর সরকার পরিচালনাও নিষ্কণ্টক ছিল না। অভিযোগ উঠেছে, এবার ইমরানকে পেছন থেকে মদদ দিচ্ছে সেনাবাহিনী; আর তাই পরিকল্পিতভাবে হয়রানি করা হয়েছে নওয়াজের পরিবারকে।  

পাকিস্তান ক্রিকেটের ‘বরপুত্র’ হিসেবে খ্যাত ইমরান রাজনীতিতে নেমে নিজেকে ইমেজ বদলে ফেলেন অনেকটাই; ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার এবং পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর সঙ্গে সখ্য রাখার সমালোচনা তার বিরুদ্ধে রয়েছে। ভোটের প্রচার চলার মধ্যে তার বিরুদ্ধে সরব হয়েছিলেন সাবেক স্ত্রী রেহাম খানও। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করা ইমরান খান তার প্লেবয় জীবনধারা এবং তিনটি বিবাহের কারণে গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করেছিলেন। ১৯৯৬ সালে পিটিআই দলটি চালু করলেও দীর্ঘদিন তিনি নেতা হিসেবে পেছনের সারিতে ছিলেন। পাকিস্তানের দুর্নীতি, বংশীয় রাজনীতির বিরুদ্ধেও সরব ছিলেন তিনি।

জিন্নাহর স্বপ্নের পাকিস্তান গড়ার অঙ্গীকার: প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকা পিটিআই প্রধান ইমরান খান বৃহস্পতিবার বিকালের ভাষণে জানান, মোহাম্মদ আলী জিন্নাহ যে পাকিস্তানের স্বপ্ন দেখতেন; তিনি ও তার দল সেই পাকিস্তান গড়তে চান। দল প্রতিষ্ঠার পর দীর্ঘ ২২ বছরের সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, গত দুই দশক ধরে তিনি যে অঙ্গীকার বাস্তবায়নের স্বপ্ন দেখতেন, অবশেষে সেই সুযোগ তাকে দেওয়া হয়েছে। ইমরান খান বলেন, আমি রাজনীতিতে কেন এসেছি সেটি পরিষ্কার করতে চাই। রাজনীতি আমাকে কিছুই দিতে পারবে না। কিন্তু পাকিস্তানকে এমন একটি দেশ হিসেবে দেখতে চেয়েছি, যা আমার নেতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ স্বপ্ন দেখতেন। ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, আপনারা এক পা এগুলে আমরা দুই পা এগুবো।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads