• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দ্বিতীয় সারির দল নিয়ে সরকার গঠনে ইমরান!

সর্বাধিক আসনে জয়ী হয়েও একক সরকার গঠন করতে পারছে না ইমরান খানের পিটিআই

ছবি: সংগৃহীত

এশিয়া

দ্বিতীয় সারির দল নিয়ে সরকার গঠনে ইমরান!

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ জুলাই ২০১৮

পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সর্বাধিক আসনে জয়ী হয়েও একক সরকার গঠন করতে পারছে না। এ পর্যন্ত বেসরকারিভাবে ২৫৯টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পিটিআই পেয়েছে ১১৯টি আসন। সরকার গঠন করতে হলে দলটির প্রয়োজন ন্যূনতম ১৩৭ আসন। জোট সরকার কাদের নিয়ে গঠন করবে তা এখনো স্পষ্ট করে কিছু জানাননি দলটির নেতা ইমরান খান। খবর ডন ও বিবিসি।

নির্বাচনে ৬৪ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। গতকাল শুক্রবার সাবেক ক্রিকেট তারকার দল পিটিআইয়ের কাছে পরাজয় স্বীকার করে প্রধান বিরোধী দল হসেবে সংসদে যাবে বলেও জানিয়েছে দলটি। যদিও দলটি গত বৃহস্পতিবার নির্বাচনে কারচুপির অভিযোগ আনে।

দলটির নেতা হামজা শাহবাজ শরিফ বলেন, আমরা সংসদে বিরোধী বেঞ্চে বসতে যাচ্ছি। পিএমএল-এন কঠোর বিরোধী দলের ভূমিকা পালন করবে। যদিও নির্বাচনের ফলাফল আগে থেকেই ঠিক ছিল, কিন্তু গণতন্ত্র সুদৃঢ়করণের স্বার্থে পরাজয় মেনে নিচ্ছি। অনেক সন্দেহ সত্ত্বেও বিরোধী দলের আসনে বসতে যাচ্ছি। তবে এর পরপরই পিএমএল-এন এর নেতৃত্বে এক বৈঠকে বসে কয়েকটি দল। সেখানে এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ও পুনর্নির্বাচনের আহ্বান জানায় তারা। পাশাপাশি পিএমএল-এনকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বানও জানানো হয়।

বৈঠকে পিএমএল-এন ছাড়াও মুত্তাহিদা মজলিস-ই-আমল, জামায়াতে ইসলামী, আওয়ামী ন্যাশনাল পার্টি, কওমী ওয়াতান পার্টি, ন্যাশনাল পার্টি, পাখতুনখাওয়া মিলি আওয়ামী পার্টি, পাক সরজামিন পার্টি ও মুত্তাহিদা কওমী পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচনে ৪৩ আসনে জয়ী হয়ে তৃতীয় আসনে থাকা পাকিস্তান পিপলস পার্টিও (পিপিপি) গত বৃহস্পতিবার নির্বাচনে কারচুপির অভিযোগ করে। এরমধ্যে গুজব ওঠে পিপিপির সঙ্গে জোট সরকার গঠন করতে চলেছে ইমরান খান। এ লক্ষ্যে দলটির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে শুক্রবার পিটিআই নেতা নাইমুল হক এ খবর প্রত্যাখ্যান করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads