• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ১০

ইন্দোনেশিয়ায় লম্বক প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন

ছবি: সংগৃহীত

এশিয়া

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ১০

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৮

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে ধারণা করা হচ্ছে।

রোববার স্থানীয় সময় ৬টা ৪৭ মিনিটে  দেশটির দ্বীপ প্রদেশ লম্বকে এ ভূমিকম্প আঘাত হানে।দ্বীপটিতে ৩ লাখ ১৯ হাজার জনগোষ্ঠীর বাস করে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূ-তাত্তিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের গভীরতা ছিলো সাত কিলোমিটার। স্থানীয় সময় গতকাল সকাল ৬টা ৪৭ মিনিটে দেশটিতে আঘাত হানে। ভূমিকম্পের সূত্রপাত হয় লম্বক থেকে ৫০ কিলোমিটার দুরবর্তী মাতারাম নগরী এলাকায়।

লম্বক জনপ্রিয় পর্যটন এলাকা। বালি থেকে প্রায় ১০০কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত।

জিন-পল ভলকার্ট নামের এক ব্যক্তি জানান, মাথার ওপর যেন কোনো কিছু না পড়ে, সেজন্য আমরা বিছানা ছেড়ে দ্রুত লাফিয়ে পড়ি। পল পুনকেক নামের একটি হোটেলে অবস্থান করছিলেন। ভূমিকম্পে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। ভূমিকম্পের সময় হোটেলের পুলের পানি সমুদ্রের পানির মতো দুলছিল। ওই ঢেউ ২০ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। তবে এতে হোটেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার সুতোপো পুরও নুগ্রোহো নামের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, ভূমিকম্পে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এছাড়া ডজনখানেক বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads