• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মক্কায় বন্যার আশঙ্কা

মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে সৌদি আরবের মক্কায়

ছবি : ইন্টারনেট

এশিয়া

মক্কায় বন্যার আশঙ্কা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ আগস্ট ২০১৮

মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের মক্কায় বন্যা হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। খবর সৌদি গেজেট।

দেশটিতে রোববারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মক্কা ও মিনা ও আরাফাতের আবহাওয়া সারারাত বৈরি থাকতে পারে।

এছাড়া হজ পালনের অন্যতম পবিত্র স্থান আরাফাত ময়দানে সোমবার চরম তাপমাত্রা এবং উচ্চ-আদ্রতার ফলে বৃষ্টিপাত ও ধূলিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। এর আগে রোববার সন্ধ্যায় হঠাৎ তীব্র ধূলিঝড় হয়ে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়।

সৌদির আবহাওয়া ও পরিবেশ সংরক্ষণ কর্তৃপক্ষের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যায় মক্কায় ধূলিঝড় আঘাত হানতে পারে।

আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, সোমবারের উচ্চ-তাপমাত্রা ও আদ্রতার কারণে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জলবায়ু ঊর্ধ্বমুখী থাকতে পারে।

ধারণা করা হচ্ছে, আরাফাতে ধূলিঝড়ের কারণে ৪৩ ডিগ্রি তাপমাত্রা ও আদ্রতা বেড়ে ৬৫ শতাংশে পৌঁছাতে পারে এবং দৃষ্টিসীমা সাত কিলোমিটার পর্যন্ত নেমে আসতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads