• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

রয়টার্স-রয়টার্সের সাংবাদিক-মিয়ানমার-রোহিঙ্গা

ছবি : ইন্টারনেট

এশিয়া

মিয়ানমারের দুই সাংবাদিককে ৭ বছর করে কারাদণ্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৩ সেপ্টেম্বর ২০১৮

রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো জাতিগত নিধনের সংবাদ সংগ্রহে অনুসন্ধানের সময় রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে আটক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত দুই সাংবাদিক হলেন ওয়া লোন এবং কিয়াও সোয়ে উ।

গত ১২ ডিসেম্বর ইয়াঙ্গুনের একটি রেস্টুরেন্ট থেকে তাদেরকে আটক করে মিয়ানমার পুলিশ। ওই সময় তাদের কাছে কিছু সরকারি নথিপত্র ছিল যা পুলিশই অনুসন্ধানের সময় তাদের দিয়েছিল।

গ্রেফতারের পর দুই সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে অভিযোগ আনা হয়।

ওয়া লোন ও কিয়াও সোয়ে উর মুক্তির দাবিতে রোববার ইয়াঙ্গুনে বিক্ষোভ করে কয়েকশ’ মানুষ। তাদের মুক্তির পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে এ বিক্ষোভ হয়েছিল।

আদালতের রায়ে ওই দুই সাংবাদিক দোষী প্রমাণিত হলে তাদের চৌদ্দ বছর কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

এর আগে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ দুই সাংবাদিকের মুক্তি দাবি জানিয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads