• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
হাক্কানি প্রধান জালালুদ্দিনের মৃত্যু

জঙ্গি নেতা জালালুদ্দিন হাক্কানি

ছবি : ইন্টারনেট

এশিয়া

হাক্কানি প্রধান জালালুদ্দিনের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ সেপ্টেম্বর ২০১৮

জঙ্গি নেতা জালালুদ্দিন হাক্কানি মারা গিয়েছেন। তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ মঙ্গলবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৭০ সালে পাকিস্তানের ওয়াজ়িরিস্তানে হাক্কানি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন তিনি। আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর সঙ্গে যুদ্ধে হাক্কানির গেরিলা বাহিনীকে মদত জুগিয়েছিল আমেরিকা। পরে তালিবানের ছত্রচ্ছায়ায় আসে হাক্কানি নেটওয়ার্ক। তালিবান ও আল কায়দার সমর্থনে প্রবল পরাক্রমশালী হয়ে উঠেছিলেন। ওসামা বিন-লাদেনের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল এই আফগান জঙ্গি নেতার। পরবর্তী সময়ে বিন-লাদেনের মতোই আমেরিকার দুশ্চিন্তার কারণ হয়ে ওঠেন তিনি।

গত ১০ বছর পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন হাক্কানি। সংগঠনের দায়িত্ব তুলে দিয়েছিলেন ছেলে সিরাজউদ্দিনের হাতে। এর আগে বহুবার তার মৃত্যুর খবর ছড়িয়েছিল। তালিবানের ঘোষণায় এবার সমস্ত জল্পনার অবসান ঘটলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads