• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নিরাপদ অঞ্চল গড়তে একমত রাশিয়া ও তুরস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ান

ছবি : ইন্টারনেট

এশিয়া

নিরাপদ অঞ্চল গড়তে একমত রাশিয়া ও তুরস্ক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০১৮

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়া সিরিয়ার ইদলিবে বিদ্রোহী এবং সরকারি বাহিনীর সদস্যদের আলাদা করতে নিরাপদ অঞ্চল তৈরিতে রাজি রাশিয়া ও তুরস্ক।

সোমবার রাশিয়ার সোচিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ার বৈঠক শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

পুতিন জানান, ১৫ থেকে ২৫ কিলোমিটার চওড়া হবে ওই নিরাপদ অঞ্চল। কার্যকর হবে ১৫ অক্টোবর থেকে। অঞ্চলটিতে টহলে থাকবে আসাদ সরকারের মিত্র রুশ সেনাবাহিনী ও বিদ্রোহীদের সমর্থক তুর্কি সেনারা।

এছাড়া বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলটিতে নতুন করে অভিযান চালাবে না বলেও আশ্বস্ত করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোগু।

ইদলিব পুনর্দখলে সিরিয়ার সেনাবাহিনী অভিযান জোড়দার করলে মানবিক বিপর্যয়ের হুঁশিয়ারি দেয় জাতিসংঘ। ইদলিব এবং সংলগ্ন হামা ও আলেপ্পোর বাসিন্দাদের প্রায় ১০ লাখ শিশু।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads