• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নাজিব রাজাকের বিরুদ্ধে অর্থ পাচারের ২১ অভিযোগ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

সংগৃহীত ছবি

এশিয়া

নাজিব রাজাকের বিরুদ্ধে অর্থ পাচারের ২১ অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০১৮

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অর্থপাচারের ২১ দফা অভিযোগ আনা হচ্ছে। মালয়েশিয়া পুলিশের উপমহাপরিদর্শক নূর রশিদ ইব্রাহিম এক বিবৃতিতে একথা জানান। খবর রয়টার্সের।

রাষ্ট্রায়াত্ত বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ ফান্ডের (১এমডিবি) ২ দশমিক ৬ বিলিয়ন রিঙ্গিত ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরের অভিযোগে গতকাল বুধবার পুত্রাজায়ায় গ্রেফতার করা হয় রাজাককে।

রয়টার্সের ওই প্রতিবেদনে জানানো হয়, মালয়েশিয়ার দুর্নীতি-বিরোধী কমিশন (এমএসিসি) দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাজাকের বিরুদ্ধে ওই মামলায় অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হতে পারে।

দুর্নীতির অভিযোগে রাজাকের বিরুদ্ধে যে ২১ অভিযোগ আনা হচ্ছে এর মধ্যে পাচার হওয়া অর্থ গ্রহণের ৯টি, ওই অবৈধ অর্থ ব্যবহারের পাঁচটি, ওই অর্থ অন্য জায়গায় সরিয়ে নেওয়ার সাতটি অভিযোগ রয়েছে।

এর আগে, গত ৩ জুলাই দুর্নীতির অভিযোগে তিনি গ্রেফতার হন এবং একদিন পরেই জামিন পান।  এছাড়া ১এমডিবি রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের দুর্নীতির তদন্তের অংশ হিসেবে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী জব্দ করা হয়।

  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads