• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চীন-উত্তর কোরিয়া বাণিজ্য কমেছে ৫৭ শতাংশ

প্রতীকী ছবি

এশিয়া

চীন-উত্তর কোরিয়া বাণিজ্য কমেছে ৫৭ শতাংশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৮

বছরের প্রথম আট মাসে চীনের সঙ্গে উত্তর কোরিয়ার বাণিজ্য ২০১৭ সালের একই সময়ের চেয়ে কমেছে ৫৭ দশমিক ৮ শতাংশ। এ সময় দেশ দুটির মধ্যে ১৫১ কোটি ডলারের বাণিজ্য হয় বলে চীনা কাস্টমসের বরাতে গতকাল জানায় বার্তা সংস্থা রয়টার্স।

চীনা কাস্টমস গত রোববার জানিয়েছে, জানুয়ারি-আগস্ট সময়ে উত্তর কোরিয়া থেকে আমদানি হয়েছে ১৪ কোটি ৩৬ লাখ ডলারের পণ্য, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৯ দশমিক ৩ শতাংশ কম। এ ছাড়া পণ্য রফতানি হয় ১৩৬ কোটি ডলারের। এর মধ্য দিয়ে রফতানি কমেছে ৩৮ দশমিক ৯ শতাংশ। গত আট মাস বাণিজ্য কমলেও বেড়েছে আগস্টে। এ সময় চীন উত্তর কোরিয়ার সঙ্গে ২১ কোটি ৯৯ লাখ ডলারের বাণিজ্য করেছে। এ অঙ্ক জুলাইয়ে ছিল ১৯ কোটি ৪৬ লাখ ২০ হাজার ডলার। উত্তর কোরিয়ায় গত মাসে ২০ কোটি ৭ লাখ ডলারের পণ্য রফতানি করেছে চীন। জুলাইয়ে পণ্য রফতানি হয় ১৭ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ডলারের।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads