• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদে বাংলাদেশ

ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদে বাংলাদেশ

ছবি : ইন্টারনেট

এশিয়া

ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদে বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৮

ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কেবল দর্শকের ভূমিকায় থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। তার মতে সম্মিলিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ইস্যুটি পরিষদের জন্য একটি লিটমাস পরীক্ষা।

গতকাল শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘ফিলিস্তিন প্রশ্নসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি’ বিষয়ক এক উন্মুক্ত আলোচনায় এসব মন্তব্য করেন মাসুদ বিন মোমেন। তিনি মন্তব্যটি এমন সময়ে করলেন যখন বাংলাদেশ জাতিসংঘের ওআইসির সভাপতির দায়িত্ব পালন করছে।

মাসুদ বিন মোমেন বলেন, ফিলিস্তিন সমস্যার সমাধান আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক ব্যবস্থা এবং শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে। জাতিসংঘের রেজুলেশনগুলো, মাদ্রিদনীতি এবং আরব শান্তি প্রক্রিয়াসহ আন্তর্জাতিকভাবে ঐকমত্যে পৌঁছানো বিচার্য বিষয়ের ওপর ভিত্তি করে ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হবে। তিনি বলেন, অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরাইলের ঔপনিবেশিক নীতির বিষয়ে ওআইসি বারবার আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে। ইসরাইলের এই আগ্রাসন পূর্ব জেরুজালেমের জনমিতিক গঠন, অবস্থান ও চেহারা এমনভাবে পাল্টে দিয়েছে যার ফলে এই ভূখণ্ড সাবলীল ফিলিস্তিনি পরিবেশ থেকে একেবারেই আলাদা হয়ে গেছে। পবিত্র আল আকসা মসজিদ নিয়েও উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে ইসরাইল। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই হত্যা করা হচ্ছে শিশু ও শান্তিপূর্ণ প্রতিবাদকারীদেরকে। এই পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের কাছে ইসরাইলি অবরোধ সরিয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ এবং দায়িত্বশীলতার সঙ্গে সঙ্কটের সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত মাসুদ।

মাসুদ বিন মোমেন বলেন, যুগের পর যুগ কয়েক মিলিয়ন ফিলিস্তিনি শরণার্থী গৃহছাড়া, ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত। আর ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের রিলিফ এজেন্সি আনরওয়া’র তহবিল সঙ্কটের ফলে এই মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিয়েছে। বাস্তুচ্যুত এসব ফিলিস্তিনি শরণার্থীদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকারসহ তাদের মানবাধিকার সংরক্ষণে আনরওয়া’র তহবিল বৃদ্ধি করা প্রয়োজন।

এই অবস্থায় ১৯৬৭ সালের সীমান্ত বণ্টন অনুযায়ী স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকল্পে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার আহ্বান জানান রাষ্ট্রদূত মাসুদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads