• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য থাকবে না সৌদি বিনিয়োগ সম্মেলনে

মোহাম্মদ বিন সালমান (বামে) ও জামাল খাসোগি।

ছবি: সংগৃহীত

এশিয়া

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য থাকবে না সৌদি বিনিয়োগ সম্মেলনে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৮

নেদারল্যান্ডস ও ফ্রান্সের পর এবার সৌদি আরবে অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার মার্কিন অর্থমন্ত্রী স্টিভ নিউচিন ও যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্স এ সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়ে ঘোষণা দেন। এর আগে ফ্রান্স ও নেদারল্যান্ডস সরকারও ওই সম্মেলন বয়কটের ঘোষণা দেয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইস্তাম্বুুলে সৌদি আরবের দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগির হত্যায় দেশটির সরকারের সম্পৃক্ততার অভিযোগে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো।

ভবিষ্যতে তেলের ওপর নির্ভরতা কমানো তথা আধুনিক সৌদি আরব বিনির্মাণের লক্ষ্যে বিদেশি বিনিয়োগ প্রয়োজন দেশটির। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান (এমবিএস) বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছেন। আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। কিন্তু তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক খাশোগির হত্যাকাণ্ড সবকিছু বদলে দিয়েছে। ওই ঘটনার পরে সৌদি আরবে বিনিয়োগ সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের শীর্ষ অনেক ব্যবসায়ী ও অর্থনীতির শীর্ষ ব্যক্তিরা। ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রানসন সৌদি আরবে ১০০ কোটি ডলার বিনিয়োগ করতে চেয়েছিলেন। কিন্তু খাশোগির অন্তর্ধানের পর তিনি তার এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। বেশ কয়েকজন শীর্ষ বিনিয়োগকারী ও মিডিয়া গ্রুপও সম্মেলন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভ নিউচিন এক টুইট বার্তায় জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে আলোচনা করেই তিনি সৌদি সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। একই দিন ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্সও জানিয়েছেন, তার দেশ সৌদি আরবে অনুষ্ঠিতব্য সম্মেলনটিতে যোগ দিচ্ছে না। সম্মেলন বর্জনকারীদের মধ্যে রয়েছেন নেদারল্যান্ডস ও ফ্রান্সের অর্থমন্ত্রীসহ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধানও।

তবে সম্মেলনটি বর্জনের চাপ থাকার পরও এতে পেপসি ও ইডিএফের মতো বড় কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশ নিতে যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলেছেন, খাশোগির নিখোঁজ হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। কিন্তু জোরালো কোনো তথ্য-প্রমাণ ছাড়া রাশিয়া সৌদির সঙ্গে সম্পর্ক খারাপ করবে না। বিবিসি ও ডেইলি মেইল

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads