• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
অবশেষে খাশোগিকে হত্যার কথা স্বীকার করল সৌদি আরব

অবশেষে খাশোগিকে হত্যা করার কথা স্বীকার করল সৌদি আরব

ছবি : ইন্টারনেট

এশিয়া

অবশেষে খাশোগিকে হত্যার কথা স্বীকার করল সৌদি আরব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৮

সৌদি সরকার শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দেশটির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার কথা স্বীকার করেছে। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন জানিয়েছে, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে এক ‘মারামারির’ ঘটনায় খাশোগি নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

রাষ্ট্রীয় টিভি আরও জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার দায়ে সৌদি আরবের উপ গোয়েন্দা প্রধান আহমাদ আল-আসিরি এবং যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সিনিয়র সহকারী সৌদ আল-কাহতানিকে বরখাস্ত করা হয়েছে। এঘটনায় গেফতার করা হয়েছে আরো ১৮ জনকে বলেও জানানো হয় দেশটির গনমাধ্যমে। এই প্রথম সৌদি রাজতন্ত্রের পক্ষ থেকে জামাল খাশোগির নিহত হওয়ার খবর স্বীকার করা হলো।

উল্লেখ্য, গত ২ অক্টোবর সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর থেকে তাকে আর দেখা যায়নি। শুরু থেকে খাশোগির পরিবার ও তুরস্ক দাবি করে তাকে কনস্যুলেটের ভেতরই হত্যা করা হয়েছে। কিন্তু সৌদি বাদশা সালমান, যুবরাজ মোহাম্মাদ বিন সালমানসহ দেশটির সরকার দাবি করে আসছিল, খাশোগি তার কাজ শেষ করে কনস্যুলেট থেকে বেরিয়ে গেছেন। বাদশা এবং যুবরাজ খাশোগিকে হত্যা বা এ হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার বিষয়টি জোর গলায় অস্বীকার করে আসছিলেন। কিন্তু এতদিন অস্বীকার করলেও এখন খাশোগি হত্যার দায় মেনে নিলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads