• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার

বিধ্বস্ত লায়ন এয়ারলাইন উড়োজাহাজের ব্ল্যাক বক্স দেখছেন দেশটির উদ্ধারকারী কর্মকর্তারা

সংগৃহীত ছবি

এশিয়া

ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ নভেম্বর ২০১৮

ইন্দোনেশিয়ার ১৮৯ জন আরোহী নিয়ে বিধ্বস্ত উড়োজাহাজ লায়ন এয়ারলাইনের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান সোয়েরজান্ত তিজাজোনো বৃহস্পতিবার একথা জানান। খবর এএফপি’র।

সোয়েরজান্ত তিজাজোনো বলেন, ‘আমরা ওই উড়োজাহাজের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করেছি। তবে এটি এফডিআর (ফ্লাইট ডেটা রেকর্ডার) না সিভিআর (ককপিট ভয়েস রেকর্ডার) কোনটি তা এখন পর্যন্ত জানতে পারিনি।’

ব্ল্যাক বক্স এর আসল নাম হলো ফ্লাইট রেকর্ডার। এ ডিভাইসটি বিমান চলাচলের সর্বশেষ সব তথ্য রেকর্ড করে রাখে।

এর মধ্যে দুই ধরণের তথ্য সংরক্ষিত থাকে। একটি হলো ফ্লাইট ডাটা রেকর্ডার বা এফডিআর, যেটি বিমানের ওড়া, ওঠানামা, বিমানের মধ্যের তাপমাত্রা, পরিবেশ, চাপ বা তাপের পরিবর্তন, সময়, শব্দ ইত্যাদি নানা বিষয় নিজের সিস্টেমের মধ্যে রেকর্ড করে রাখে।

ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) নামের আরেকটি অংশে ককপিটের ভেতর পাইলদের নিজেদের মধ্যের কথাবার্তা, পাইলটদের সঙ্গে বিমানের অন্য ক্রুদের কথা, ককপিট এর সঙ্গে এয়ার কন্ট্রোল ট্রাফিক বা বিভিন্ন বিমানবন্দরের সঙ্গে রেডিও যোগাযোগের কথা রেকর্ড হতে থাকে।

সোমবার জাকার্তা থেকে উড্ডয়নের ১৩ মিনিটের মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গে উড়োজাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে দেখা যায় সেটি জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। আরোহীদের সবাই নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads